Country

1 week ago

Amarnath Yatra :আগামী ২৯ জুন থেকে শুরু হবে অমরনাথ যাত্রা

Amarnath Yatra
Amarnath Yatra

 

শ্রীনগর, ১২ জুন : চলতি মাসেই শুরু হবে অমরনাথ যাত্রা। যদিও অমরনাথ যাত্রার জন্য অনেক আগেই শুরু হয়েছিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তবে অমরনাথ যাত্রা নিয়ে তৎপর প্রশাসন। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের পক্ষ থেকে জানা গেছে, আগামী ২৯ জুন থেকে শুরু হবে অমরনাথ যাত্রা। সেদিন থেকেই গুহায় প্রবেশ করবেন পুণ্যার্থীরা। চলবে ১৯ অগাস্ট পর্যন্ত। মোট ১২ দিন ধরে যাত্রা চলবে। অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে গত ১৫ এপ্রিল থেকে এবং এখনও চলছে।

অন্যদিকে, অমরনাথ দর্শনের জন্য যাত্রাপথে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কারণ সম্প্রতি নাশকতার সাক্ষী হয়েছে কাশ্মীরের রেওয়াড়ি জেলা। বৈষ্ণোদেবী যাওয়ার পথে পুণ্যার্থীবোঝাই বাসে এলোপাতাড়ি গুলি চালায় জঙ্গিরা। এই ঘটনায় ১০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়। সেই ঘটনার কথা মাথায় রেখেই আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা।

প্রসঙ্গত, হিন্দুদের কাছে অন্যতম পবিত্র তীর্থস্থান অমরনাথ গুহা। কাশ্মীরে অবস্থিত এই পবিত্র স্থান সারা বছরে মাত্র দু-মাসের জন্য খোলে পুণ্যার্থীদের জন্য। এবছরও তার ব্যতিক্রম হবে না।


You might also like!