Country

6 days ago

Amarnath Yatra: বার্ষিক অমরনাথ যাত্রা আসন্ন, ভার্চুয়ালি 'প্রথম পুজো' করলেন মনোজ সিনহা

Annual Amarnath Yatra is coming up, Manoj Sinha performs the 'First Pooja' virtually
Annual Amarnath Yatra is coming up, Manoj Sinha performs the 'First Pooja' virtually

 

শ্রীনগর, ২২ জুন: আর মাত্র কিছু দিন পরই শুরু হচ্ছে বার্ষিক অমরনাথ যাত্রা। তার আগে শনিবার সকালে অমরনাথ যাত্রার 'প্রথম পুজো' করলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। এদিন সকালে শ্রীনগরের রাজভবন থেকে ভার্চুয়ালি মাধ্যমে অমরনাথ যাত্রার 'প্রথম পুজো'-তে অংশ নেন তিনি।

পরে উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, "২৯ জুন থেকে সমগ্র দেশের ভক্তরা 'বাবা অমরনাথ'-এর দর্শন করতে পারবেন। আগত ভক্তদের জন্য প্রয়োজনীয় সমস্ত সুবিধা করা হয়েছে। নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।" উল্লেখ্য, এ বছরের অমরনাথ যাত্রা শুরু হবে আগামী ২৯ জুন, শেষ হবে ১৯ আগস্ট।


You might also like!