Breaking News
 
Diljit Dosanji :সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার দিলজিৎ? অমিতাভকে প্রণাম করার পর কেন হুমকির মুখে পড়লেন গায়ক? Tamannaah Bhatia:তামান্না ভাটিয়ার অবাক করা স্বীকারোক্তি: 'ত্রিশের আগেই ছুটি নিতাম...', কী কারণে ভেস্তে গেল সেই সিদ্ধান্ত? Deepika Padukone:কল্কি ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দীপিকা? প্রধান ছবি ও প্রিক্যুয়েল, কোথাও নেই নায়িকা! জল্পনা তুঙ্গে Vidya Balan-Enrique Iglesias: ২০ বছর আগে কোন কনসার্টে গিয়েছিলেন বিদ্যা? এক রাতের স্মৃতি কীভাবে নায়িকার জীবন বদলে দিল Aaradhya Bachchan and Navya Naveli Nanda: নভেলি নন, নব্যার জীবনে আরাধ্যা: মামাতো বোনের সঙ্গে তার মিষ্টি সম্পর্ক কেমন? Sohini Sarkar: ‘মা হব না’ মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া, কীভাবে মা হতে চান তা খোলাখুলি জানালেন সোহিনী

 

Cooking

1 year ago

Potol Paturi Recipe : গরম ভাতে সর্ষে-পোস্ততে মাখামাখি পটল পাতুরি, বানিয়ে নিন চটজলদি

Potol Paturi Recipe
Potol Paturi Recipe

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃগরম ভাত, কলাপাতায় মাছের পাতুরি...একেবারে যেন স্বর্গ । কিন্তু, সর্ষে-পোস্ততে মাখামাখি পটল কলাপাতায় মুড়ে পাতুরি বানিয়ে খেয়েছেন ? পটল ভাজা, ঝোল, ঝাল থেকে দোড়মা, অনেকরকমই তো পটলের রেসিপি খেয়েছেন । আজ  সেরকমই একটি রেসিপির খোঁজ রইল আপনাদের জন্য । কীভাবে বানাবেন পটল পাতুরি, দেখে নিন

উপকরণ

পটল, সর্ষে-পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, নারকেল কোড়া, টক দই, কাঁচালঙ্কা, নুন, সর্ষের তেল, কলাপাতা

পদ্ধতি

প্রথমে পটল লম্বালম্বিভাবে দু টুকরো করে কেটে নিন । এবার পটলগুলিতে নুন,হলুদ মাখিয়ে তেলে ভেজে তুলে রাখুন । এবার একটি বাটিতে সর্ষে-পোস্ত বাটা, নারকেল কোড়া, টক দই, হলুদ, কাঁচালঙ্কা, স্বাদমতো নুন, সর্ষের তেল ভাল করে মিশিয়ে নিন । তারপর পটলগুলি ওই সর্ষে-পোস্ত-র মিশ্রণে মাখিয়ে রাখুন । এবার একটা কলাপাতায় ২টো করে পটল দিয়ে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিন । এবার কড়াইতে তেল দিয়ে পাতুরিগুলি দিয়ে দিন । ১০ থেকে ১৫ মিনিট রেখে নামিয়ে নিন । গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পটল পাতুরি ।


You might also like!