Cooking

1 year ago

Black Pepper Chicken: মেনুতে আজ থাকুক ‘গোলমরিচ চিকেন’, জেনে নিন রেসিপি

Black Pepper Chicken
Black Pepper Chicken

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্ষাতে মনটা ঝাল-ঝাল খাবারের দিকে বেশিই টানে। আর চিকেনে তো না নেই বাঙালির। সপ্তাহে সাতদিনের মধ্যে চারদিন চিকেন পেলেই তাঁদের মুখে চওড়া হাসি। বাড়িতে চিকেনের ঝাল ঝোল তো সবসময়ই খাওয়া হয়। মাঝে মধ্যে একটু স্বাদ বদল হলে কার না ভাল লাগে।

তাই স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন কালো মরিচ চিকেন। যাঁরা একটু ঝাল-ঝাল গোলমরিচের স্বাদ পছন্দ করেন তাঁদের জন্য এই পদ দারুণ পছন্দের হবে। ডিনারে রুটি বা ভাতের সঙ্গে একেবারে জমে যাবে যাকে বলে। এই পদ রাঁধতেও এমন কিছু ঝক্কি নেই। কীভাবে বানাবেন ভাবছেন তো? রইল রেসিপি…

উপকরণ

চিকেন:৫০০ গ্রাম

আদা বাটা: ২ চা চামচ

রসুন বাটা: ২ চা চামচ

কাঁচালঙ্কাবাটা: ৪টে

আদা-রসুন কুচি: ২ চা চামচ

গোল মরিচগুঁড়ো: ১ চামচ

পেঁয়াজ কুচি: আধ কাপ

ধনে গুঁড়ো: ১ চা চামচলঙ্কা গুঁড়ো: ১ চা চামচ

টক দই: ১ কাপ

কসুরি মেথিও গোল মরিচ গুঁড়ো: এক চিমটে

চিনি: সামান্য

তেল: ৩ চামচ

নুন: স্বাদ মতো

প্রণালী:

প্রথমে একটি পাত্রে মাংস নিয়ে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, টক দই, কাঁচালঙ্কা বাটা, গোল মরিচ গুঁড়ো, অল্প করে নুন এবং সামান্য তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেশনের রাখা দিন।

এ বার গ্যাসে উপর কড়াই চাপিয়ে দিয়ে গরম হতে দিন। কড়াই গরম হয়ে গেলে তাতে ২ থেকে ৩ চামচ তেল দিয়ে ভাল করে গরম করে নিন। এর পর গরম তেলে কুচি করে রাখা আদা-রসুনটা দিয়ে সামান্য নাড়াচাড়া করুন। আদা-রসুন ভাজা ভাজা হয়ে এলে তাতে থেঁতো করে রাখা গোল মরিচ যোগ করুন। উপকরণগুলি হালকা ভেজে নিয়ে, কেটে রাখা পেয়াঁজটাও কড়াইতে দিয়ে বাদামী করে ভেজে নিন। এ সবের পর অল্প লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিন। সব শেষে ম্যারিনেট করে রাখা মাংসটা কড়াইতে ঢেলে দিন। সব কিছু ভাল করে কষিয়ে নিয়ে তাতে এক কাপ মতো জল ও স্বাদ মতো নুন দিয়ে১০ মিনিটে জন্য সেদ্ধহতে দিন। অপর দিকে একটি তাওয়ায় সামান্য কসুরি মেথি সেঁকে নিয়ে হাতে গুঁড়ো করে রান্না হয়ে যাওয়ার পর ছড়িয়ে দিন সঙ্গে থেঁত করা গোল মরিচও। এতে রান্নার স্বাদ ও গন্ধ দইই বাড়বে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ‘মরিচ মুরগি’।


You might also like!