Cooking

1 year ago

Egg-Potato-Carrot Mix Bharta:'ডিম-আলু-গাজরের মিক্স ভর্তা' - স্বাস্থ্য ও স্বাদে অনন্য

'Egg-Potato-Carrot Mix Bharta' - Unique in health and taste
'Egg-Potato-Carrot Mix Bharta' - Unique in health and taste

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমানে ফ্যাট আমাদের জাতীয় সমস্যা। তাই বাঙালি এখন ফ্যাটলেস খাবারের দিকেহয় ঝুঁকছে। তাই তেল ছাড়া  রান্না এখন গবেষণার একটা অন্যতম বিষয়। আমাদের আজকের রেসিপি তেলহীন রান্না।

  উপকরণ -

  * প্রধান উপকরণ - আলু, গাজর, ডিম, 

 * অন্যান্য অনুষঙ্গ -পেঁয়াজ, কাঁচালঙ্কা কুচি,ধনেপাতা কুচি

 * মশলা - জিরে এবং ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চাট মশলা,হলুদ গুঁড়ো

 * অন্যান্য - পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স, ময়দা, হলুদ গুঁড়ো, ।

  প্রণালী - 

প্রথম পর্ব - প্রথমে আলু এবং গাজর একসঙ্গে ভাল করে ধুয়ে গ্রেট করে জল ঝরিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একে একে ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা ও চাট মসলা, পরিমাণ মত লবণ, ময়দা, হলুদ গুঁড়ো এবং ধনেপাতা কুচি দিয়ে একসঙ্গে ভাল করে মেখে নিন।

  দ্বিতীয় পর্ব - এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ জল গরম হতে দিন। তারপর এরমধ্যে আলু, গাজর ও ডিমের মিশ্রণ ঢেলে ঢাকার সাহায্যে চারিদিকে সমানভাবে ছড়িয়ে নিন। তারপর ঢাকনা দিয়ে এক পাশ সেদ্ধ করে নিতে হবে। একপিঠ সেদ্ধ হয়ে গেলে খুন্তির সাহায্যে উল্টে নিন। তারপর অন্য পিঠটাও একইভাবে ভেজে নিতে হবে।এইভাবে দু-পিঠ উল্টেপাল্টে গাঢ় বাদামি রং ধরা পর্যন্ত রান্না করে নিতে হবে।

  তৃতীয় পর্ব - তারপর নামিয়ে নিলেই রেডি আলু, গাজর, ডিমের এই অসাধারণ জলখাবার। এই খাবার বাড়িতে বানাতে সময় লাগবে মাত্র ১০ মিনিট। বাজারজাত খাবারের তুলনায় অনেক বেশি সুস্বাদু এবং পুষ্টিকরও বটে। বাড়িতে একবার বানিয়েই দেখুন, সবাই চেয়ে চেয়ে খাবে।এটা কিন্তু মূলত সকালের জল খাবার বা সন্ধ্যার স্ন্যাকস হিসাবেই ভালো খাবার।

You might also like!