Cooking

1 year ago

Cauliflower Kaliya Recipe:নিরামিষ ফুলকপির কালিয়া আজ প্রাণ ভরে খান না

Don't eat vegetarian cauliflower Kaliya to your heart's content today
Don't eat vegetarian cauliflower Kaliya to your heart's content today

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃফুলকপি ভালবাসেন না, এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। সর্বত্র এখন বাজার দর আকাশ ছোঁয়া। আলু, পেঁয়াজ, শাক-সবজি, মাছ, মাংস— সবেরই দামে যেন আগুন লেগেছে। তাই আজ মাছ, মাংসের কোনও পদ নয়, গরম ভাত বা রুটির সঙ্গে জমিয়ে খান ফুলকপির কালিয়া। কালিয়া বললে যাঁরা শুধু মাছ বা মাংসের কথাই ভাবেন, আজ তাঁরা ফুলকপির কালিয়া চেখে দেখুন। ভাত, রুটি বা পরোটা— সবের সঙ্গেই জমিয়ে খাওয়া চলে এই সুস্বাদু নিরামিষ পদটি। আজ জেনে নিন এর রেসিপি আর রান্না করার সহজ পদ্ধতি। তারপর চেটেপুটে খান ফুলকপির কালিয়া

ফুলকপির কালিয়া বানাতে লাগবে:

বড় টুকরো করে কাটা একটা বড় মাপের ফুলকপি, ১ কাপ মটরশুটি, ৩-৪টে এলাচ, ফোড়নের জন্য ২টো শুকনো লঙ্কা, ২টো তেজপাতা, ১ চামচ সাদা জিরে, ১ চামচ আদা গুঁড়ো বা আদা বাটা, ২ চামচ জিরে গুঁড়ো, দেড় চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চামচ লঙ্কার গুঁড়ো, আধা চামচ গরম মশলার গুঁড়ো, ১ কাপ টমেটো পিউরি, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো সরষের তেল।

ফুলকপির কালিয়া বানানোর পদ্ধতি:—

ফুলকপি আর মটরশুটি গরম জলে নুন দিয়ে কিছু ক্ষণ রেখে ধুয়ে নিন।

কড়াইয়ে তেল গরম করে ফুলকপি আর মটরশুঁটির নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে তুলে রাখুন।

কড়াইয়ে আবার তেল দিয়ে এলাচ, সাদা জিরে ,শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিন।

একটা বাটিতে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো জিরেগুঁড়ো, আদা গুঁড়ো বা আদা বাটা দিয়ে গুলে নিন। এ বার এই মিশ্রণটি তেলে ঢেলে দিন।

কিছু ক্ষণ কষিয়ে টমেটো পিউরি দিয়ে দিন। ভাল করে কষিয়ে নুন দিন। তেল ছেড়ে এলে ফুলকপি আর মটরশুঁটি দিয়ে দিন।

অল্প গরম জল দিয়ে ঢাকনা দিয়ে ফুটতে দিন। ঝোল ঘন হয়ে এলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন।

কিছু ক্ষণ রেখে গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুন গরম গরম ফুলকপির কালিয়া।

You might also like!