Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Cooking

1 year ago

Cold Coffee: আর কোল্ড ড্রিঙ্কস নয়, এই অনবদ্ধ কোল্ড কফিতে চুমুক দিলেই দূরে পালাবে ক্লান্তি!

Cold Coffee (Symbolic Picture)
Cold Coffee (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গরমের ক্লান্তি থেকে মুক্তি পেতে সকলেই পছন্দ করেন কোল্ড ড্রিঙ্কস। তবে  গরমকালে কফির নাম শুনলে অনেকেরই ভুরু কুঁচকে উঠবে। কিন্তু কোল্ড কফির প্রসঙ্গ উঠলে আবার সেই তাঁরাই অতি আগ্রহী হয়ে ওঠেন !  দু’টি চমৎকার ঠান্ডা কোল্ড কফি আছে, একবার চুমুক দিলে জীবনেও ভুলতে পারবেন না তার স্বাদ । একটি আবার দুধ ছাড়া – তাই ল্যাকটোজ ইনটলারেন্স থাকলেও স্বচ্ছন্দে উপভোগ করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে জানবো দুটি কোল্ড কফি বানাতে ঠিক কি কি প্রয়োজন! 

১)  ভ্যানিলা আইসড লাতে -

উপকরণ

১ এসপ্রেসো কাপ ভরা কফি, ১৫০ মিলি দুধ, ২ টেবিলচামচ ভরা ভ্যানিলা সিরাপ, ৬/৭ কফি জমানো আইস কিউব,

পদ্ধতি:-

কালো কফি বানিয়ে নিন কড়া করে, চিনি দেবেন না। তার পর আইস ট্রেতে ঢেলে জমিয়ে নিন – রেডি আপনার কফি আইস কিউব। 300 মিলি তরল ধরে এমন একটা গ্লাস নিন। তার মধ্যে 6-7টি কফি আইস কিউব দিন, উপর থেকে ঢেলে দিন ফেটানো দুধ। এবার এসপ্রেসো কফি বানান, তার মধ্যে মেশান ভ্যানিলা সিরাপ।এটা আইস কিউব ও দুধের উপর থেকে ঢেলে দিলেই রেডি আপনার ভ্যানিলা আইসড লাতে।

২) ক্যাফে শেকেরাটো-

উপকরণ:- ৬/৭ টি আইস কিউব, ১/২ চাচামচ চিনি, অল্প ঘরের তাপমাত্রায় কড়া এসপ্রেসো কফি

পদ্ধতি - একটা এসপ্রেসো শেকারে বরফ, চিনি আর কফি দিন। শেকারের মুখটা ভালো করে বন্ধ করে নিন। খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ককটেল গ্লাসে ঢেলে নিলেই রেডি আপনার ড্রিঙ্ক!

You might also like!