Business

1 year ago

বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তির নাম জানলে আপনার চোখ কপালে উঠবে!

Your eyes will roll If you know the name of the third richest man in the world!
Your eyes will roll If you know the name of the third richest man in the world!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই মুহূর্তে বিশ্বের ধনী ব্যক্তি হিসাবে প্রথম স্থানে রয়েছেন ইলন মাস্ক (Elon Musk)। তাঁর মোট সম্পদের মূল্য ২৬২ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন জেফ বেজোস (Jeff Bezos)। তাঁর মোট সম্পদের মূল্য ১৫৭ বিলিয়ন ডলার। অপরদিকে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকায় জায়গা হয়নি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানির (Mukesh Ambani)। তিনি রয়েছেন ১১তম স্থানে যার মোট সম্পত্তির পরিমাণ ৯১.৯ বিলিয়ন ডলার।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স (Bloomberg Billionaires Index)-এর সাম্প্রতিক তথ্য অনুসারে, গৌতম আদানির মোট সম্পদের মূল্য ১৪৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর পাশাপাশি একটি বিলাসবহুল ফরাসি ফ্যাশন সংস্থা লুই ভিটেন-এর মালিক বার্নার্ড আর্নল্ট (Bernard Arnault)-কে পেছনে ফেলে দিয়েছেন আদানি। 


বর্তমানে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হলেন ভারতের গৌতম আদানি(Gautam Adani)। তিনিই আবার সারা এশিয়ায় প্রথম, যিনি এই রেকর্ডের ভাগিদার। চিনের ধনকুবের জ্যাক মা(Jack Ma) বা ভারতের মুকেশ আম্বানি(Mukesh Ambani) এই তালিকায় অনেকটাই পিছনে রয়েছেন।

আদানি গ্রুপের (Adani Group)-এখন ভারতের সর্ববৃহৎ বন্দর নিয়ন্ত্রণকারী সংস্থা, দেশের সর্ববৃহৎ কয়লা ব্যবসায়ি সংস্থা এর পাশাপাশি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা। ২০২২ সালে গৌতম আদানির সম্পদ বেড়েছে ৬০ বিলিয়ন ডলার। এই বিপুল পরিমাণ সম্পদ বিশ্বের কোনো ব্যবসায়ী বাড়াতে পারেননি। আবার অপরদিকে, আম্বানির সম্পদ এই বছর বেরেছে ২ বিলিয়নেরও কম। এই বছর ফেব্রুয়ারি মাসে আম্বানিকে পিছনে ফেলে এশিয়ার সবচেয়ে ধনশালী ব্যক্তি হন আদানি। এপ্রিল মাসেই ১০০ বিলিয়নের মালিক হন তিনি। গত জুলাই মাসে তিনি পিছনে ফেলেন মাইক্রোসফট কর্পোরেশনের মালিক বিল গেটসকে। 


তবে আদানি গ্রুপের মাথায় দেনাও রয়েছে। একটি আর্থিক পরামর্শদাতা সংস্থা ক্রেডিটসাইটস সম্প্রতি জানায়, আদানি গ্রুপ "ওভারলেভারেজড" যার ফলে ভবিষ্যতে তারা বিপুল ঋণের ফাঁদে পরে যেতে পারেন। 

You might also like!