Business

1 year ago

Savings Account Interest: সেভিংস অ্যাকাউন্টে সুদের হার বদলের সিদ্ধান্ত এই ব্যাঙ্কের

The bank decides to change the interest rate on the savings account
The bank decides to change the interest rate on the savings account

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এখনও সুদ পরিবর্তন করছে বেশ কিছু ব্যাঙ্ক। সেই তালিকায় এবার নতুন সংযোজন হল RBL Bank -এর নাম। এই বেসরকারি ব্যাঙ্ক সেভিং অ্যাকাউন্টে সুদ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট ব্যালেন্সের ক্ষেত্রে 50 বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানো হবে। পাশাপাশি, বেশ কয়েকটি ব্যালেন্সের ক্ষেত্রে সুদের হার কমানোর কথা ভেবেছে এই বেসরকারি ব্যাঙ্ক। NRE/ NRO সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও এই ব্যাঙ্কে নতুন সুদের হার প্রযোজ্য হবে। 2023 সালের 21 আগস্ট থেকে নতুন হার কার্যকর হতে চলেছে।

RBL Bank -এ সেভিংস অ্যাকাউন্টে সুদের হার

আগামী সোমবার থেকে এই ব্যাঙ্কে এক লক্ষ টাকার কম ব্যালেন্সের ক্ষেত্রে 4.25 শতাংশ সুদ পাবেন। এক লক্ষ এক থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে তা হলে পেতে চলেছে 5.50 শতাংশ সুদ। দশ লক্ষ এক থেকে 25 লক্ষ পর্যন্ত ব্যালেন্সের ক্ষেত্রে পাওয়া যাবে 6 শতাংশ সুদের হার। পঁচিশ লক্ষ এক থেকে দুই কোটি টাকা পর্যন্ত ব্যালেন্স থাকলে আপনি পাবেন 7.50 শতাংশ সুদ। এখনও পর্যন্ত এই ব্যালেন্সের ক্ষেত্রে মিলছে 7 শতাংশ। তবে দুই কোটি এক থেকে তিন কোটি পর্যন্ত ব্যালেন্সে বর্তমান সুদই বহাল থাকবে। অর্থাৎ পাওয়া যাবে 7 শতাংশ হার।

তিন কোটি এক টাকা থেকে 7.5 কোটি টাকা পর্যন্ত ব্যালেন্সে সুদের হার 7 থেকে কমিয়ে 6.5 শতাংশ করতে চলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 7.5 কোটির বেশি থেকে 50 কোটি টাকা পর্যন্ত ব্যালেন্সের ক্ষেত্রে গ্রাহকরা এই ব্যাঙ্কে পেতে চলেছেন 6.25 শতাংশ সুদের হার। 50 কোটির বেশি থেকে 100 কোটি টাকা পর্যন্ত অর্থ আপনার অ্যাকাউন্টে থাকলে মিলবে 5.25 শতাংশ সুদ। 100 কোটির বেশি থেকে 200 কোটি টাকা পর্যন্ত এই ব্যাঙ্কে পাওয়া যাবে 6 শতাংশ। 200 কোটির বেশি থেকে 400 কোটি টাকা পর্যন্ত ব্যালেন্সে ব্যাঙ্ক কর্তৃপক্ষ দিতে চলেছে 4 শতাংশ সুদ। 400 কোটি টাকার বেশি ব্যালেন্সের ক্ষেত্রে এই ব্যাঙ্ক দেবে 6.75 শতাংশ।

সেভিংস অ্যাকাউন্ট

প্রাথমিকভাবে ব্যাঙ্কিং পরিষেবা পেতে গ্রাহককে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হয়। এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের নির্দিষ্ট সীমা রয়েছে। বিভিন্ন ব্যাঙ্কে এই অঙ্ক পরিবর্তিত হয়ে থাকে। গ্রাহকদের অ্যাকাউন্টের সঙ্গে প্রতি ত্রৈমাসিকের শেষে সেভিংস অ্যাকাউন্টের সুদ যুক্ত হয়।

You might also like!