Business

1 year ago

Tech Mahindra Stock Price: ৩ বছরে টেক মাহিন্দ্রার শেয়ার সর্বাধিক উচ্চতায় পৌঁছাতেই সিইও বদল

Tech Mahindra New CEO Mohit Joshi
Tech Mahindra New CEO Mohit Joshi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার মার্কেট খোলার সাথে সাথে টেক মাহিন্দ্রার স্টক প্রাইজ প্রায় তিন গুন হয়েছে, যা গত ৩ বছরে সর্বোচ্চ। বাজার মূল্যের দিক থেকে ভারতের ষষ্ঠ বৃহত্তম আইটি কোম্পানির টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেক, উইপরো এবং এলটিআই মাউন্ড ট্রি পর মোহিত জোশী এবার টেক মহেন্দ্রাতে সিইও হিসাবে যোগ দিতে চলেছেন। উল্লেখ্য, মোহিত প্রাক্তন ইনফোসিস প্রেসিডেন্ট। প্রসঙ্গত, বর্তমানে টেক মহেন্দ্রার সিইও সিপি গুরনানি চলতি বছরের ১৯ ডিসেম্বর অবসর নিতে চলেছেন, কিন্তু তার আগেই মোহিত এই সংস্থার সাথে জুড়তে চলেছেন। এ প্রসঙ্গে মাহিন্দ্রার তরফ থেকে জানানো হয়েছে- " নির্দিষ্ট সময়ের আগে মোহিত এই সংস্থার সঙ্গে যুক্ত হতে চলেছেন, যাতে তিনি এই সংস্থার সঙ্গে নিজেকে যথাযথ ভাবে মানিয়ে নেবার জন্য পর্যাপ্ত সময় পান।" 

উল্লেখ্য, টেক মাহিন্দ্রার শেয়ার বিএসই তে ৯.৭ শতাংশ বেড়ে ১/১৬৪.৫০ টাকায় পৌঁছেছে, ২৪শে মার্চ, ২০২০ এর পর থেকে এটি তাদের সবচেয়ে বড় লাভ। আইটি মেজর ইনফোসিসের প্রাক্তন সভাপতি মোহিত জোশীর নিয়োগ ঘোষনার পর, তাকে এমডি এবং সিইও মনোনীত করা হয়েছে সংস্থার পক্ষ থেকে।  

You might also like!