Business

1 year ago

Princess Diana's iconic black sheep sweater:১১.৪৩ লাখ ডলারে বিক্রি হল ডায়ানার সোয়েটার 'ব্ল্যাক শিপ'

Princess Diana’s iconic ‘Black Sheep’ sweater sells at auction for $1.1m
Princess Diana’s iconic ‘Black Sheep’ sweater sells at auction for $1.1m

 

নিউইয়র্ক, ১৪ সেপ্টেম্বর  : প্রিন্সেস ডায়ানার একটি সোয়েটার নিলামে ১১.৪৩ লাখ ডলারে বিক্রি হয়েছে। নিউইয়র্কে নিলামকারী প্রতিষ্ঠান সথবিস সোয়েটারটি নিলামে তোলে। সোয়েটারটি মূলত লাল ও সাদা রঙের। লাল রঙের ওপর সাদা ভেড়ার সারি। তবে একটি মাত্র ভেড়ার রং কালো। সোয়েটারটির নাম ব্ল্যাক শিপ।

জানা গেছে, গত ৩১ আগস্ট নিলাম চালু হয়। নিলামের সর্বশেষ মিনিট পর্যন্ত হাঁকানো শীর্ষ দাম ছিল দুই লাখ ডলারের নিচে। সথবিসের অনুমিত দাম ছিল ৫০ হাজার থেকে ৮০ হাজার ডলার পর্যন্ত। এই নিলামে মাত্র ১৫ মিনিটে ৪৪টি প্রস্তাবিত দাম আসে, যা সোয়েটারটির দাম ১৪ গুণ বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত সেটি ১১.৪৩ লাখ ডলারে বিক্রি হয় । প্রিন্সেস ডায়ানার সোয়েটারের নিলাম কে জিতল, সেই পরিচয় প্রকাশ করেনি নিলামকারী প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ১৯৮১ সালের জুন মাসে বাগদত্তা ওয়েলসের তৎকালীন রাজপুত্রের পোলো ম্যাচে পশমী এই পোশাক প্রথম পরেন ডায়ানা।

You might also like!