Business

1 year ago

Gold And Silver Price: রবিবার হাত পুড়ছে সোনার দামে, রুপো যদিও আয়ত্তে

gold prices
gold prices

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার আর স্বস্তিতে থাকা গেল না। সপ্তাহের শেষে বাজার খুলতেই বাড়ল সোনার দাম। রবিবার ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক গহনার সোনার দাম বেড়েছে ১৫০ টাকা। এর নিরিখে এই পরিমান সোনার নতুন দাম যাচ্ছে, ৫৫,২০০ টাকা।

অন্যদিকে ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম বেড়েছে ১৭০ টাকা। এর নিরিখে এই পরিমান সোনার নতুন দাম যাচ্ছে ৬০,২২০ টাকা।

তবে সোনার দামে হাত পুড়লেও এদিন কেজিতে ২০০ টাকা কমেছে রুপোর দাম। শনিবার ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৭,১০০ টাকা।


You might also like!