দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার আর স্বস্তিতে থাকা গেল না। সপ্তাহের শেষে বাজার খুলতেই বাড়ল সোনার দাম। রবিবার ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক গহনার সোনার দাম বেড়েছে ১৫০ টাকা। এর নিরিখে এই পরিমান সোনার নতুন দাম যাচ্ছে, ৫৫,২০০ টাকা।
অন্যদিকে ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম বেড়েছে ১৭০ টাকা। এর নিরিখে এই পরিমান সোনার নতুন দাম যাচ্ছে ৬০,২২০ টাকা।
তবে সোনার দামে হাত পুড়লেও এদিন কেজিতে ২০০ টাকা কমেছে রুপোর দাম। শনিবার ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৭,১০০ টাকা।