Business

1 year ago

এবার গণছাঁটাইয়ের পথে ফেসবুক!

mass layoff Facebook!
mass layoff Facebook!

 

ওয়াশিংটন, ৭ নভেম্বর: টুইটারের পর এ বার গণছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে মার্ক জুকারবার্গের সংস্থা মেটাও । এমনটাই দাবি করা হচ্ছে সংবাদমাধ্যমের রিপোর্টে। মনে করা হচ্ছে, চলতি সপ্তাহের মধ্যেই সংস্থার বড় সংখ্যক কর্মচারীকে ছাঁটাই করা হবে।চলতি সপ্তাহে বুধবারের মধ্যেই মেটা থেকে ছাঁটাইয়ের ঘোষণা করা হতে পারে।

অক্টোবর মাসে চলতি বছরে ক্ষতির হিসাব দিয়েছিল মেটা। বলা হয়েছিল, সংস্থার স্টক মার্কেট ভ্যালু অনেক কমে গিয়েছে। বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছে জুকারবার্গের সংস্থা। এমনকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মত প্ল্যাটফর্মগুলিতে নতুন কর্মী নিয়োগও স্থগিত রাখতে হয়েছে। অনেক ক্ষেত্রে খরচেও লাগাম টেনেছেন জুকারবার্গ। তার পরিপ্রেক্ষিতেই এই গণছাঁটাই হতে পারে বলে মনে করছেন কেউ কেউ।

সম্প্রতি টুইটার অধিগ্রহণের পর গণছাঁটাইয়ের পথে হেঁটেছেন মাস্ক। তিনি জানিয়েছেন, সংস্থার খরচ সাধ্যের মধ্যে রাখতে তাঁকে এই পদক্ষেপ করতে হয়েছে। তাঁর হাতে আর কোনও উপায় ছিল না বলেও জানিয়েছেন মাস্ক। একটি ই-মেলের মাধ্যমে শুক্রবার রাতারাতি টুইটারের প্রায় ৩ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়েছে বলে খবর। এই সমস্ত কর্মী অগ্রিম বেতন পেয়েছেন। জুকারবার্গও এ বার মাস্কের দেখানো পথেই হাঁটতে চলেছেন, দাবি রিপোর্টে।

এর ফলে মেটায় কর্মরতদের মধ্যে অনিশ্চয়তা এবং উদ্বেগ তৈরি হয়েছে। তবে ফেসবুক বা মেটা কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করতে চাননি।


You might also like!