Business

1 year ago

Indian Rupee : আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের উপর নির্ভরতা কমাতে বড় পদক্ষেপ ভারতের

India reduce dependence on dollar (Symbolic Picture)
India reduce dependence on dollar (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডলারের উপর নির্ভরতা কমাতে আরো এক ধাপ এগোলো ভারত। এবার সংযুক্ত আরব আমিরশাহী থেকে অপরিশোধিত তেল কিনে দাম মেটানো হল ভারতীয় টাকায়। সোমবার কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইউএই থেকে ১০ লক্ষ ব‌্যারেল অপরিশোধিত তেল কেনার জন‌্য ভারতীয় মুদ্রায় দাম দেওয়া হয়েছে। কেন্দ্রের দাবি, স্থানীয় মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্য নিষ্পত্তি ভারতীয় মুদ্রাকে আরও গ্রহণযোগ্য করে তুলবে। সংযুক্ত আরব আমিরশাহীর ভারতীয় দূতাবাসের একটি বিবৃতি অনুসারে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানিকে (এডিএনওসি) টাকায় অর্থ প্রদান করেছে।

শুধু অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রেই নয়, দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রেও ডলারের বদলে টাকায় লেনদেন হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহীর ওক সোনা রফতানিকারক সংস্থা ভারতের এক ক্রেতাকে ২৫ কেজি সোনা বিক্রি করেছে। সেক্ষেত্রে ভারতীয় সংস্থাটি টাকায় তার দাম মিটিয়েছে। এই লেনদেনটি ১০ লক্ষ ৫৪ হাজার ডলার বা ১২ কোটি ৮৪ লক্ষ টাকার। ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় বাণিজ‌্য প্রক্রিয়াকে আরো সক্রিয়  করতে গত জুলাই মাসে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২২-২৩ আর্থিক বছরে ছিল ৮৪৫০ কোটি ডলার। ভারত অন্যান্য দেশের সঙ্গেও ওই ধরনের স্থানীয় মুদ্রায় ব‌্যাবসায়িক লেনদেনের  ব্যবস্থা করতে আগ্রহী, কারণ এতে বিশ্ব বাণিজ্যের ধীরগতির মধ্যেও রপ্তানি বাড়ানো সম্ভব হবে।সাম্প্রতিক বছরগুলিতে ভারতের বৈদেশিক বাণিজ্যে ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। কয়েক মাস আগে ইউরোপে পরিশোধিত জ্বালানি তেলের রফতানিতে ভারত বিশ্বে শীর্ষস্থান অধিকার করে। বিশ্বে এখন ভারতে তৈরি জিনিস রফতানি করা হচ্ছে। তবে এবার ভারতের রফতানির ভবিষ্যত নিয়ে আরও বেশি প্রত‌্যাশা করছে কেন্দ্র। সরকারের দাবি, বৈদেশিক বাণিজ্যে টাকার ব্যবহার ভারতের অর্থনীতিতে লাভজনক হবে।

সংযুক্ত আরব আমিরশাহী ও ভারতের মধ্যে অপরিশোধিত তেলের ব্যবসায় টাকার ব্যবহার উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। আগামী কয়ক বছরের মধ্যে ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে ৫০০০ কোটি ডলার বা ৪ লক্ষ কোটি টাকার বেশি রফতানি হতে চলেছে। বস্তুত ২০২৬-২৭ আর্থিক বছরের মধ্যে রফতানিতে বৃদ্ধি পেয়ে এই জায়গায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে।

You might also like!