দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর সময় রাজ্যের বাজারে হুইস্কি, বিয়ার ও ভদকা সহ বিভিন্ন ধরণের মদের ব্যাপক চাহিদা থাকে। প্রতি বছর রাজ্যে মদ বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি হচ্ছে। অনেকেই উৎসবের সময় প্রচুর পরিমাণ মদ কেনেন। কিন্তু রাজ্যে এই বিষয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে।
নিজস্ব ব্যবহার এবং পার্টির জন্য এই মদ কিনে রাখা হয়। কিন্তু আপনি কী জানেন পশ্চিমবঙ্গে নির্দিষ্ট পরিমাণের বেশি মদ কেনা ও বাড়িতে রাখা যায় না। আর ভারতের প্রতিটি রাজ্যেই এই ধরণের নিয়ম আছে। যদি আপনি সরকারি নিয়মে ঠিক করা পরিমাণের থেকে বেশি মদ কেনেন ও সঞ্চয় করে রাখেন তাহলে আপনি আইনি সমস্যায় পড়তে পারেন।
পশ্চিমবঙ্গে ২১ বছরের বেশি বয়স হলে আপনি মদ কিনতে ও কাছে রাখতে পারেন। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি সব থেকে বেশি ৬ বোতল মদ সঞ্চয় করে রাখতে পারে। এই প্রতিটি বোতলে থাকা মদের পরিমাণ হবে ৭৫০ মিলিলিটার। মোট ৪.৫ লাটার মদ রাখা যাবে। অপরদিকে, বিয়ারের ক্ষেত্রে লাইসেন্স ছাড়া ১৮টি বোতল কেনা এবং রাখা যায়।অপরদিকে, কোনও রিটেল মদ বিক্রেতা কোনও ক্রেতাকে ১২ লিটারের বেশি দেশি মদ বিক্রি করতে পারবেন না। বিদেশি মদের ক্ষেত্রে এই পরিমাণ সর্বাধিক হতে পারে ৩৬ লিটার পর্যন্ত। আইএমএল-এর ক্ষেত্রেও এই মদ বিক্রির পরিমাণ সর্বাধিক ১২ লিটার পর্যন্ত হতে পারে। তবে রাজ্যে মদ বিক্রির ক্ষেত্রে লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
মদ বাড়িতে রাখার ক্ষেত্রে নিয়ম না মানলে, আবগারি দফতর যে কোনও ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাতে পারে। আবগারি দফতর জানায় যে ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট ১৯০৯-এর নিয়ম অনুযায়ী নিয়ম ভঙ্গের ক্ষেত্রে অভিযুক্তের জেল এবং জরিমানা দুটোই হতে পারে। এক্ষেত্রে দোষী বা দোষীদের সব থেকে বেশি ৩ বছরের জেল হতে পারে।