West Bengal

3 hours ago

Accident in 12 no National HighWay: শান্তিপুরে টোটোয় ধাক্কা ডাম্পারের; মৃত্যু মাছ ব্যবসায়ীর, আহত দু'জন

Road Accident (Symbolic picture)
Road Accident (Symbolic picture)

 

শান্তিপুর, ২১ জানুয়ারি : শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর ১২ নম্বর জাতীয় সড়কে বুধবার ভোরে ঘন কুয়াশার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মারা গেলেন একজন। এছাড়াও দু'জন আহত হয়েছেন। দিগনগরের বাসিন্দা কাশেম দফাদার (৪৫), পেশায় একজন মাছ ব্যবসায়ী, এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আহত অবস্থায় আরও দুই ব্যক্তিকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই কাশেম দফাদার গোবিন্দপুরের মাছের আড়ৎ থেকে মাছ নিয়ে টোটোতে করে দিগনগরের দিকে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বালি বোঝাই ডাম্পার ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে সজোরে ধাক্কা মারে।

ঘটনাস্থলেই কাশেম দফাদারের মৃত্যু হয়। দুর্ঘটনায় টোটোতে থাকা আরও দু'জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর টোটোটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ ও রানাঘাট পুলিশ জেলার একাধিক উচ্চপদস্থ আধিকারিক। দীর্ঘ সময় ধরে দুর্ঘটনার জেরে ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এই মর্মান্তিক ঘটনায় মৃত ব্যক্তির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মানুষজনের মতে, ভোরের ঘন কুয়াশা এবং দ্রুতগতির ডাম্পারের নিয়ন্ত্রণ হারানো এই দুর্ঘটনার মূল কারণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তদন্ত শুরু করেছে।


You might also like!