Game

3 days ago

Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা: বুমরাহ ও শামি থাকলেন ভারতীয় দলে

Champions Trophy
Champions Trophy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   পিঠের চোটে ভুগতে থাকা জাসপ্রিত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন কিনা এ নিয়ে একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর মিলল। বুমরাহ থাকছেন ভারতীয় দলে। সেই সঙ্গে শামিকে নিয়েও প্রশ্ন ছিল, তিনি ভারতীয় দলে ফিরছেন কিনা। দীর্ঘদিন পর শামিও ভারতীয় দলে ফিরলেন। গোড়ালির চোটের কারণে প্রায় ১৪ মাস মাঠের বাইরে ছিলেন শামি। দলে আছেন হার্দিক পান্ডিয়াও। ওয়ানডেতে বুমরাহ, শামি ও পান্ডিয়া সবশেষ খেলেছিলেন বিশ্বকাপের ফাইনালে। অধিনায়ক থাকছেন রোহিতই। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে। তরুণ নীতীশ কুমার রেড্ডি সম্ভাবনা জাগিয়েও ১৫ জনের দলে ঢুকতে পারেননি।

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, রিশাভ পন্থ, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।

You might also like!