মেদিনীপুর : মেদিনীপুর মেডিক্যাল কলেজে বিষাক্ত স্যালাইনের কারণে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ব্যবস্থার তীব্র সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৃত প্রসূতির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানানোর পাশাপাশি তিনি পাশে থাকার অঙ্গীকার করেন।
স্বাস্থ্য দফতরের অব্যবস্থাপনা ও স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতাকে দায়ী করে শুভেন্দু অধিকারী বলেন, “এই ঘটনার জন্য মমতা সরকারের গাফিলতি পুরোপুরি দায়ী। বিষাক্ত স্যালাইনের কারণে প্রসূতি মায়ের মৃত্যু ঘটছে এবং আরও অনেক প্রসূতি সংকটজনক অবস্থায় রয়েছেন।”