নয়াদিল্লি ও মুম্বই, ২২ আগস্ট : পেঁয়াজ চাষিদের অভয় দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন, কোনও কৃষকের ভয় পাওয়ার দরকার নেই। মহারাষ্ট্রে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ২ লক্ষ টন পেঁয়াজ সংগ্রহ শুরু হয়েছে মঙ্গলবার থেকেই। মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী ধনঞ্জয় মুন্ডে এদিন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ালের সঙ্গে দেখা করেছেন এবং মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিদের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেছেন।
এদিন পেঁয়াজ চাষিদের অভয় দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, "আমরা সকলেই জানি, গত কয়েকদিনে ভারত সরকারের নির্দেশ অনুসারে নাফেড এবং এনসিসিএফ নাসিক, লাসলগাঁও, আহমেদনগর এবং এই অঞ্চল থেকে ৩ লক্ষ টন পেঁয়াজ কিনেছে... পেঁয়াজের উপর ৪০ শতাংশ রফতানি কর আরোপ করা হয়েছে। ভারতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ পাওয়া যাচ্ছে...মঙ্গলবার বেলা ১১টা থেকে নাফেড এবং এনসিসিএফ নাসিক, পিম্পলগাঁও, লাসলগাঁও, আহমেদনগর এবং সমগ্র অঞ্চল থেকে আরও ২ লক্ষ টন পেঁয়াজ কেনা শুরু করেছে। প্রয়োজনে ভবিষ্যতে আরও কেনাকাটা করা হবে। নাফেড এবং এনসিসিএফ মধ্যপ্রদেশ এবং গুজরাট এবং অন্যান্য এলাকা থেকে পেঁয়াজ কিনবে, যাতে কৃষকরা উৎপাদিত পণ্যের সঠিক দাম পায়। কোনও কৃষকের চিন্তা করার দরকার নেই।"