Business

1 year ago

Adani Group's credit cards: ক্রেডিট কার্ড নিয়ে আসছে আদানি গ্রুপ! চুক্তি বদ্ধ হতে চলেছে ভিসার সঙ্গে

Adani Group's credit cards (Symbolic Picture)
Adani Group's credit cards (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অর্থনৈতিক প্রগতির সঙ্গে সাজুজ্য রেখে আর্থিক ভাবে স্বাবলম্বী অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন। বর্তমানে বিভিন্ন ব্যাঙ্ক  তার গ্রাহকদের ক্রেডিট কার্ড অফার করে।এবার সেই রেসে নাম লেখালো  আদানি গ্রুপ। সব ঠিক থাকলে আপনি ব্যবহার করতে পারবেন আদানি গ্রুপের ক্রেডিট কার্ড। একাধিক রিপোর্টে জানা গিয়েছে, সান ফ্রান্সিসকোর কার্ড কোম্পানি তথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কার্ড পেমেন্ট সংস্থা ভিসা নতুন কো- ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের জন্য আদানি গ্রুপের সঙ্গে হাত মিলিয়েছে।

ভিসার সিইও রায়ান ম্যাকইনার্নি এই চুক্তির বিষয়ে জানিয়েছেন। রায়ান বলেছেন, আদানি গ্রুপের সঙ্গে এই ডিলের ফলে আদানি গ্রুপের বিমানবন্দর এবং অনলাইন পরিষেবাগুলির মাধ্যমে ভিসা প্রায় ৪০০ মিলিয়ন লোকের কাছে পৌঁছে যাবে।তবে আদানি গ্রুপ ছাড়াও কো- ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের জন্য ভিসা ব্রিজ এভিয়েশন গ্রুপ ও অ্যালেজিয়েন্ট ট্র্যাভেলের সঙ্গেও চুক্তি স্বাক্ষর করেছে বলে জানান ভিসার সিইও রায়ান ম্যাকইনার্নি। 

গত ত্রৈমাসিকে ভ্রমণ এবং রেস্তোরাঁয় চাহিদা বৃদ্ধির কারণে ভিসা কার্ডের ব্যবহার বেড়েছে।ভিসার জারি করা একটি বিবৃতি অনুসারে, ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকে ভিসার অর্থপ্রদানের পরিমাণ ৯ শতাংশ বেড়ে ৩.১৭ ট্রিলিয়ন ডলার হয়েছে। যা ব্লুমবার্গের অনুমান ৩.১৪ ট্রিলিয়ন ডলারকে ছাপিয়ে গিয়েছে।গত বেশ কয়েকমাস ধরেই ট্রাভেল বুকিং খাতে আদানি গ্রুপের আগ্রহ স্পষ্ট হয়ে উঠেছে। আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের একটি ইউনিট আদানি ডিজিটাল ল্যাবস ট্রেনম্যান কেনার জন্য পেরেন্টস কোম্পানি স্টার্ক এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে শেয়ার ক্রয় চুক্তি করেছে। ট্রেনম্যান হল আইআরসিটিসি অনুমোদিত টিকিট বুকিং প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে বুকিং ছাড়াও পিএনআর স্ট্যাটাস, কোচের অবস্থান, লাইভ ট্রেন চলার অবস্থা এবং সিট সম্পর্কিত নানা তথ্য পাওয়া যায় এর আওতায় আদানি ডিজিটাল ট্রেনম্যানের ১০০ শতাংশে অধিকার পাবে।

চলতি বছরেরই জানুয়ারি মাসে ক্লিয়ারট্রিপের সঙ্গে চুক্তি করেছে আদানি গ্রুপের আদানি ওয়ান। এরফলে উভয়ই এই চুক্তি থেকে উপকৃত হচ্ছে। মূলত ক্লিয়ারট্রিপ নিজেদের ব্যবসা বাড়াতে ও ব্যবহারকারীদের ফ্লাইট বুক, পার্কিং, রিয়েল টাইম স্ট্যাটাস চেক, ক্যাবের মতো সুবিধা দিতে আদানি ওয়ান এই ডিলে আগ্রহ প্রকাশ করেছে। 

You might also like!