Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Health

2 years ago

What is Urethral stricture: হঠাৎই তলপেটে অসহ্য যন্ত্রণা, সাথে লাল রঙের প্রস্রাব?

Urethral stricture
Urethral stricture

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হঠাৎ তলপেটে অসহ্য যন্ত্রণা তার সাথে মাঝে মাঝে লাল রঙের প্রস্রাব ও প্রস্রাব সরু ও জ্বালা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এটি কোন মারণ রোগ নয়। এটি ইউরেথ্রাল স্ট্রিকচার। যা সার্জারির দ্বারা সম্পূর্ণ নিরাময় সম্ভব। এই নিয়ে বিস্তারিত আলোচনায় ডাঃ নীলাঞ্জন মিত্র।
ইউরেথ্রাল স্ট্রিকচার কী?
মানুষের শরীরে প্রস্রাবের যে নালী থাকে তাকে ইউরেথ্রা বলা হয়।
সাধারণত পুরুষদের এই প্রস্রাবের নালী কোনও কারণবশত সরু হয়ে গেলে প্রস্রাব সঠিকভাবে বাইরে নির্গত হতে পারে না। এই অবস্থাকে ইউরেথ্রাল স্ট্রিকচার বলে।

 কারণঃ

·         যে কোনও প্রকার ক্রনিক ইনফেকশন।
·         দুর্ঘটনায় কোমরের হাড় ভেঙে গেলে।
·         সেক্সুয়াল ট্র্যাক্ট ইনফেকশন।
·         কোনও অসুখের কারণে ক্যাথেটার ব্যবহার করলে।
·         প্রস্টেট ক্যানসার বা প্রস্টেটের অপারেশনের পরে।
·         এছাড়া কোনও অজানা কারণেও এটি হতে পারে।

 উপসর্গঃ

·         প্রস্রাবের স্ট্রিং খুব সরু হয়।
·         ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হয়।
·         তলপেটে ব্যথা হওয়া।
·         অনেক সময়ে লাল রঙের প্রস্রাব হওয়া।
·         জোর দিয়ে প্রস্রাব করা।
·         অসুখ যদি অনেক বেড়ে যায় তাহলে প্রস্রাব সম্পূর্ণ আটকে গিয়ে তলপেটে অ্যাকিউট পেইন হয়।


 ধরণঃ

অসুখের প্রকার অনুযায়ী স্ট্রিকচার দুভাবে বিভক্ত ---
শর্ট সেগমেন্ট স্ট্রিকচারঃ এক্ষেত্রে স্ট্রিকচার ইউরেথ্রার অল্প স্থানে বাধার সৃষ্টি করে।
লং সেগমেন্ট স্ট্রিকচারঃ যদি  ইউরেথ্রার অনেকখানি জায়গা জুড়ে অসুখটি থাকে তখন তাকে লং সেগমেন্ট স্ট্রিকচার বলে।
এছাড়াও অসুখের স্থান অনুযায়ী স্ট্রিকচার আবার পাঁচ ভাগে বিভক্ত ---
·         ব্লাডার নেক স্টেলোসিস
·         কলবার ইউরেথ্রাল স্ট্রিকচার
·         পেনাইল ইউরেথ্রাল স্ট্রিকচার
·         মেডিকিউলার কলা স্ট্রিকচার
·         প্যান ইউরেথ্রাল স্ট্রিকচার
এদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত স্ট্রিকচার হল পেনাইল, ইউরেথ্রাল ও প্যান ইউরেথ্রাল স্ট্রিকচার।

 শনাক্তকরণঃ

·         ইউরিনের গতিবেগ নির্ণয়ের জন্য ইউরোক্লোমেট্রিস টেস্ট করা হয়।
·         এছাড়া অসুখের স্থান নির্ণয়ের উদ্দেশ্যে একপ্রকার এক্স-রে করা হয়। যার নাম অ্যাসেন্ডিং ইউরোথ্রোগ্রাম ও মিকটিউরেটিং।

 চিকিৎসাঃ

শর্ট সেগমেন্ট চিকিৎসার ক্ষেত্রে মূলত এন্ডোস্কোপিক সার্জারি করা হয়। তবে এই পদ্ধতিতে রোগ ফিরে আসার সম্ভাবনা থেকে যায়।
লং সেগমেন্ট স্ট্রিকচারের ক্ষেত্রে একমাত্র আদর্শ সার্জারি হল ইউরেথ্রোপ্লাস্টি করানো। এক্ষেত্রে রোগীর বাক্কাল মিউকোসা গ্রাফ (বি.এস.জি.) করে অর্থাৎ মুখের থেকে চামড়া নিয়ে সার্জারি করা হয়। এতে রোগ ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। এটিই বর্তমানে সবচেয়ে উন্নতমানের চিকিৎসা পদ্ধতি।
আঘাত জনিত কারণে হাড় কেটে নতুন করে প্রস্রাবের রাস্তা বানাতে হয়। যাকে বলে EEA (PAPA) টেকনিকে-এ।
সতর্কতাঃ
·         দুর্ঘটনা হলে বিশেষ সতর্কতা।
·         ক্রনিক ইউ.টি.আই. এর সমস্য থাকলে নজর রাখা।
·         সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ প্রতিরোধে সতর্কতা।
·         প্রস্রাবে ফ্লো কম হলে অবহেলা না করা।
·         কিডনি স্টোন থাকলে চিকিৎসা করা।


You might also like!