Health

1 year ago

Motion Sickness: বাইরে ঘুরতে গেলেই বমি হয়? এই টোটকায় পান মুক্তি

Motion Seekness (Symbolic Picture)
Motion Seekness (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ঘুরতে গিয়ে নানান সময়েই নানান রকম অসুস্থতার সম্মুখীন হন বহু ,মানুষ। তার মধ্যে একটি সমস্যা হল বমির সমস্যা। এবার এই সমস্যার সমাধান হবে অনায়াসেই। 

আদা থেকে পেতে পারেন সমস্যার সুরাহা

আপনি আদা চা পান করতে পারেন অথবা কাঁচা আদার ছোট টুকরোতে মাঝে মাঝে কামড় দিতে পারেন। ঘুরতে যাওয়ার সময় আপনার মুখে এক টুকরো আদা রাখলে বমির আশঙ্কা কমবে বৈকি!

পিপারমিন্ট ব্যবহার করুন

পিপারমিন্ট হল মোশান সিকনেস কমানোর আরেকটি প্রাকৃতিক প্রতিকার। গাড়িতে ভ্রমণের সময় আপনি পিপারমিন্ট চা পান করতে পারেন বা পিপারমিন্ট দেওয়া কিছু মুখে রাখতে পারেন। এর ফলে গাড়িতে ভ্রমনের সময় বমি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে।

​অন্য কাজে মন দিন

গাড়িতে ভ্রমনের সময় বমির কথা মনে না করে, বই পড়া, গেম খেলা ইত্যাদি করা যেতে পারে। তাহলে আপনার মস্তিষ্ক অন্য কাজে ব্যস্ত থাকবে, ফলে বমি হওয়ার আশঙ্কা কমবে। 

You might also like!