Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Health

2 years ago

Vitamin-E capsule:ফাটা ঠোঁটের সমস্যা! ব্যবহার করুন ভিটামিন-ই ক্যাপসুল

Vitamin-E capsule
Vitamin-E capsule

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শরীরে ভিটামিনের ঘাটতি পূরণে সহায়ক ভিটামিন-ই ক্যাপসুল। পাশাপাশি এই ক্যাপসুলের রয়েছে অনেক গুণ। ভিটামিন-ই ক্যাপসুলের ব্যবহার করার ফলে পেতে পারেন সুন্দর চুল ও ত্বক। যে কোনও ওষুধের দোকানেই পেয়ে যাবেন ভিটামিন ই ক্যাপসুল। একটা মাত্র ক্যাপসুলেই ফিরে পেতে পারেন হারিয়ে যাওয়া সৌন্দর্য। তবে শুধু সৌন্দর্য নয়, বলিরেখা থেকে স্ট্রেচ মার্কস কমাতেও এর জুড়ি মেলা ভার। সৌন্দর্য চর্চা ছাড়াও ভিটামিন-ই ক্যাপসুলের ব্যবহার জেনে নিন,

ফাটা ঠোঁটের সমস্যায় কষ্ট পান?এই সমস্যা থেকে মুক্তি পেতে আজ থেকেই ব্যবহার করা শুরু করে দিন ভিটামিন ই ক্যাপ্সুল। প্রতিদিনের লিপবামের পরিবর্তে ব্যবহার করুন ভিটামিন ই তেল। ঠোঁটের রং কালো হয়ে গেলেও ভিটামিন ই তেল লাগালে ভালো ফল পাওয়া যাবে। নিয়মিত ব্যবহার করলে ফাটা ঠোঁটের সমস্যা থেকে মুক্তি পাবেন সহজেই।

You might also like!