Health

10 months ago

WHO : নতুন মহামারী 'ডিজিজ-X'- চিন্তিত WHO

New Pandemic 'Disease-X' - Worries WHO
New Pandemic 'Disease-X' - Worries WHO

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  প্রায় ৩ বছর করোনা দাপটের পরে নতুন একাধিক মহামারীর কথা শোনা যাচ্ছে। ডিজিড-এক্স (Disease-X) করোনার থেকেও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছে হু। ডিজিজ এক্স নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার এই উদ্বেগ বিশ্বের তাবর বিজ্ঞানীদের কপালে ভাঁজ ফেলেছে। ডিজিজ-এক্স হল এমন একটা ভাইরাস যা অজানা। সেটি মারাত্মক আকারে সংক্রমণ ছড়াতে সক্ষম হবে। তার চিকিৎসা এখনও জানা নেই বিশ্বের কোনও বিজ্ঞানীরই। কোন প্যাথোজেন থেকে এই সংক্রমণ ছড়াবে তা এখনও স্পষ্ট নয়। ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক হতে পারে। চিন্তিত বিশ্ব বিজ্ঞানীরা।

  সম্প্রতি বিশ্বস্বাস্থ্য সংস্থা মারণ কতগুলি রোগের তালিকা প্রকাশ করেছে। যেগুলি পরবর্তী কালে মহামারীর আকার নিতে পারে গোটা বিশ্বে। এমনই কয়েকটি রোগের তালিকায় রয়েছে ডিজিজ-এক্স। এছাড়াও ইবোলা, সার্স, লাসা লিভার, নিপা রয়েছে। কিন্তু ডিজিজ-এক্সের সংক্রমণের তীব্রতা এখনও অজানা। কোন প্যাথোজেন থেকে এই সংক্রমণ ছড়াবে তা এখনও স্পষ্ট নয়। ছত্রাক, ভাইরাস অথবা ব্যাকটেরিয়া জাত যেকোনও প্যাথোজেন থেকে এর সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হু। এই ডিজিজ-এক্স যেহেতু অজানা। তাই তার কোনও প্রতিষেধক এখনও প্রস্তুত করা যায়নি। এর চিকিৎসা কি হতে পারে তা জানা নেই। বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে জানানো হয়েছে করোনার থেকেও ভয়ঙ্কর হতে পারে এই ডিজিজ এক্স। যেহেতু এর সংক্রমণের উৎস এখনও অজানা তাই এর চিকিৎসা জানা নেই। করোনায় লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছিল। এই ডিজিজ-এক্স-এ কোটি কোটি মানুষের মৃত্যু হতে পারে বলেই হু এর আশঙ্কা।

You might also like!