Health

5 months ago

Coriander Leaves: ম্যাজিক জুসেই রয়েছে ক্যান্সারকে ঘায়েলের মন্ত্র! জানেন কি এই জুস?

Coriander leaves
Coriander leaves

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কথায় বলে , ক্যান্সার মানে নো অ্যান্সার। হাজার চিকিৎসা করেও অনেক সময় ক্যান্সার থেকে পুরোপুরি নিরাময় পাওয়া যায় না। তবে চিকিৎসা ব্যবস্থার সাথে যদি এই জুসটি প্রতিদিন পান করা যায়, তাহলে এক নিমিষে ছুমন্তর হবে ক্যান্সার। সম্প্রতি সমীক্ষায় এমনই তথ্য সামনে এনেছেন বিশেষজ্ঞরা।

কি সেই ম্যাজিক জুস?

বিশেষজ্ঞদের মতে, ধনেপাতার জুসে রয়েছে একাধিক রোগকে ঘায়েল করার ক্ষমতা। বিভিন্ন ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর এই পাতা। দেখা গিয়েছে ধনে পাতা ছাড়াও, এর বীজে থাকে ভিটামিন-k। এই ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে। এছাড়া এই পাতায় রয়েছে ভিটামিন এ, সি, কে, আয়রন, ক্যালশিয়াম। বিশেষজ্ঞদের দাবি, নিয়মিত এই জুস সেবন করলে ক্যান্সারের আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ কমে। আসলে এই জুসে রয়েছে ক্যান্সার বিরোধী উপাদান পাওয়া গেছে। তবে এই জুস শুধু ক্যান্সারের নিরাময় করে নয়, সেই সঙ্গে হার্ট-র ভালো রাখে এবং সুগারকে নিয়ন্ত্রণে রাখে। 

You might also like!