Health

1 year ago

Benefits of Jujube Fruits : কুল খেতে পছন্দ করেন! এই ফল খেলে কী হয় জানা আছে তো?

Jujube Fruit
Jujube Fruit

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শহর জুড়ে শীতের আগমন হয়েছে বেশ কিছু দিন হল , শীতের বাজারে আর কিছুদি পরই দেখা মিলবে কুলের। টোপা কুল, নারকেলি কুল, বোম্বাই কুল ,প্রতিটি কুলের আলাদা আলাদা স্বাদ , টক মিষ্টি স্বাদের এই ফল শুধু খেতেই নয় এর গুনাবলী ও রয়েছে অনেক। আসুন জেনে নিন এই ছোট্ট ফলটির কী কী গুন রয়েছে-

*কুলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। পাশাপাশি যকৃতের কার্যক্ষমতা বৃদ্ধি করতেও কাজে আসতে পারে কুল। 

*এছাড়া কুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। জিভ বা মুখের ঘা কমাতে ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ সর্দি কাশি কমাতেও কাজে আসে ভিটামিন সি। 

*কুল চামড়াকে সতেজ রাখে। ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে কোমল করে। ফলে বয়সের ছাপ পড়ে না। কুল কোষ্ঠকাঠিন্য কমায় এবং হজমের সমস্যার সমাধান করে। খাবারে রুচি বাড়িয়ে তোলে । 

*উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য কুল বেশ উপকারী ফল। ডায়েরিয়া, অতিরিক্ত ওজন বৃদ্ধি, রক্তাল্পতা ইত্যাদি রোগ নিরাময়ে সহায়তা করে এই ফল। 

You might also like!