কলকাতা, ১৯ অক্টোবর : দীর্ঘ ১৪ বছর পর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলো নিউজিল্যান্ড। ফাইনালে এবার তারা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে রুদ্ধশ্বাস ম্যাচে ৮ রানের জয় পেয়েছে কিউইরা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করেছিল নিউজিল্যান্ড। ২৮ বলে সুজি ব্যাটসের ২৬ এবং জর্জিয়া প্লিম্মারের ৩১ বলে ৩৩ রান ও ৯ বলে ১৮ রান ব্রুকি হ্যালিডে আর ১৪ বলে ২০ রান করে ইসাবেলা গেজ।
ক্যারিবীয়দের হয়ে দারুণ বোলিংয়ে ২২ রান খরচায় ৪ উইকেট তুলে নেন ডটিন। আর রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২০ রানে থামতে হয় ক্যারিবীয়দের। কিউইদের হয়ে ২৯ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন ইডেন কার্সন। ২ উইকেট নেন কের। প্রথমবার চ্যাম্পিয়নের স্বাদ পেতে আগামী ২০ অক্টোবর তাদের মোকাবিলা করতে হবে দক্ষিণ আফ্রিকার।