Game

5 months ago

European football : ইউরোপিয়ান ফুটবলের নতুন মরসুম শুরু হচ্ছে দ্রুত

European football new season (symbolic picture)
European football new season (symbolic picture)

 

কলকাতা, ১৪ আগস্ট : প্যারিস অলিম্পিকের উন্মাদনা শেষ। এবার ইউরোপিয়ান ক্লাব ফুটবল। ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে ১৫ আগস্ট সবার আগে মাঠে গড়াবে স্প্যানিশ লিগ লা লিগা। একদিন পর, ১৬ আগস্ট শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগ। আর ২৪ আগস্ট থেকে শুরু হবে জার্মান লিগ বুন্দেসলিগা। কমিউনিটি শিল্ডের প্রতিযোগিতা শেষ হয়েছে। এবার আসছে উয়েফা সুপার কাপ। রিয়াল মাদ্রিদ এবং ইতালিয়ান ক্লাব আটালান্টা মুখোমুখি হবে এই ম্যাচে। পোল্যান্ডে ১৫ আগস্ট রাত ১টায় হবে এই ম্যাচ।

স্প্যানিশ লা লিগা মাঠে গড়াবে ১৫ আগস্ট। অ্যাথলেটিক বিলবাও এবং গেতাফের ম্যাচ দিয়ে শুরু হবে স্প্যানিশ লিগের নতুন মরসুম। বার্সেলোনা মাঠে নামবে ১৮ আগস্ট। প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। আর রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচ খেলবে ১৯ আগস্ট, রিয়াল মায়োর্কার বিরুদ্ধে। ১৬ আগস্ট শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচেই ফুলহ্যামের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। একই দিনে মাঠে নামবে লিভারপুল এবং আর্সেনাল। ১৮ আগস্ট হাইভোল্টেজ ম্যাচে উত্তাপ ছড়াবে চেলসি ও ম্যানচেস্টার সিটি।

১৭ আগস্ট শুরু হবে ইতালিয়ান লিগ সিরি আ। প্রথম দিনেই বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের প্রতিপক্ষ জেনোয়া। এসি মিলান খেলবে ১৮ তারিখ। আর ইতালিয়ান ফুটবলের সফলতম ক্লাব জুভেন্টাস মাঠে নামবে ২০ আগস্ট। একইদিনে লে হার্ভে এবং প্যারিস সেইন্ট জার্মেইয়ের ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের লিগ ওয়ান। সবার শেষে ২৪ আগস্ট মাঠে গড়াবে বুন্দেসলিগা। লেভারকুসেন নামবে প্রথম ম্যাচেই। তাদের প্রতিপক্ষ বুরুশিয়ার মুনশেনগ্লাডবাখ। আরেক দল বুরুশিয়া ডর্টমুন্ডকেও দেখা যাবে সেদিনই। গত আসরে শিরোপা জিততে না পারা বায়ার্ন মিউনিখ মাঠে নামবে ২৫ আগস্ট।

You might also like!