Game

1 year ago

Virat Kohli: চোখে-মুখে কালশিটে, আঘাতের চিহ্ন, কী হল বিরাটের

Virat Kohli
Virat Kohli

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  দুর্ঘটনার কবলে পড়লেন নাকি বিরাট কোহলি! নাকি আহত হলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সারা মুখে আঘাতে চিহ্ন স্পষ্ট। এই নিয়ে ইনস্টাগ্রামের স্টোরিতে ছবিও দিলেন বিরাট। বাঁ চোখে কালশিটে। মনে হচ্ছে যেন কেউ মেরেছে। শুধু তাই নয়, কপালে, ডানদিকের গালে কাটার দাগ রয়েছে।

বিখ্যাত সংস্থা পুমার ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিরাট। সেই বিজ্ঞাপনের জন্যই কি ভারতীয় ক্রিকেটারকে এমন সাজতে হয়েছে। তা যদিও খোলসা করেননি বিরাট। বিরাট তাঁর এই ছবি স্টোরিতে শেয়ার করে লিখেছেন, আপনাদের উচিত, অন্য লোকটাকে দেখা।

এত আঘাত. কালশিটের পরেও বিরাটের মুখে কিন্তু হাসি লেগে। হাতে ভিকট্রি চিহ্ন। তাই অনুরাগীরা নিশ্চিত, কিং কোহলি কোনও সংস্থার বিজ্ঞাপনের স্টান্ট হিসেবেই এই পোস্ট করেছেন। নিজের পোস্টেও এই ছবির রহস্য খোলসা করেননি বিরাট। তবে বিজ্ঞাপনী প্রচারের এটা একটি অংশ হতে পারে। অন্য প্রান্তে থাকতে পারেন বিশ্বের আরও কোনও বড় অ্যাথলেট।


You might also like!