Game

1 year ago

Raphael Varane : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের তারকা ভারানে

Raphael Varane
Raphael Varane

 

প্যারিস, ২ ফেব্রুয়ারি : আচমকা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের জার্সিতে ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রাফায়েল ভারানে। বয়স মাত্র ২৯। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি তাঁর অবসর গ্রহণের কথা জানিয়েছেন। তাঁর এই আচমকা ঘোষণায় ফ্রান্স জাতীয় দল রীতিমতো বিস্মিত।

গত বিশ্বকাপেও ফরাসি শিবিরের রক্ষণের অন্যতম স্থম্ভ ছিলেন ২৯ বছরের এই তারকা ফুটবলার। দেশের জার্সিতে ১০ বছরের ওপর খেলেছেন। ২০১৩ সালে ফ্রান্সের জার্সিতে অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত ৯৩টি ম্যাচ খেলেছেন ভারানে। দেশের জার্সিতে ২০২০-২১ মরসুমে ইউয়েফা নেশন্স লিগেও খেতাব জিতেছিলেন ভারানে। এহেন ভারানে আচমকা অবসর ঘোষণা করলেন। বিদায়বেলায় ভারানে তাঁর বিবৃতিতে জানান, ''দেশের জার্সিতে খেলা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। যখনই সেই বিখ্যাত নীল জার্সি গায়ে চাপাই, একটা আলাদা অনুভূতি হয়। নিজের সেরাটা দিতে চাই সবসময়।''

অবসর নেওয়া প্রসঙ্গে ভারানে বলেন, ''অবসর নেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরেই ভেবে যাচ্ছিলাম। অবশেষে মনে হচ্ছে যে এটাই সেরা সময় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর।''

তাঁর এই আচমকা ঘোষণায় ফ্রান্স জাতীয় দল রীতিমতো বিস্মিত। ক্লাব সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব রাফায়েলের কাঁধে দেবে বলে ঠিক করেন ক্লাবকর্তারা। সে আন্তর্জাতিক ফুটবল জগত থেকে অবসর ঘোষণায় অধিনায়কের দায়িত্ব পেতে চলেছেন কিলিয়ান এমবাপে।

You might also like!