ব্রাসেলস, ১৫ অক্টোবর : ব্রাসেলসে উয়েফা নেশন্স লিগে সোমবার (১৪ অক্টোবর) রাতে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল ফ্রান্স ও বেলজিয়াম। এই হাইভোল্টেজ ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে দিল ফ্রান্স। আর এই হারে নেশন্স লিগের কোয়ার্টারে যাওয়ার আশা অনেকটাই কমে গেল বেলজিয়ামের। আর টানা তৃতীয় জয়ে উজ্জ্বল হল ফ্রান্সের সম্ভাবনা।
প্রথমার্ধে বেলজিয়ামের টিলেমানসের পেনাল্টি মিসের পর কোলো মুয়ানির পেনাল্টি গোলেই এগিয়ে যায় ফ্রান্স। তবে প্রথমার্ধেই বেলজিয়াম সমতা ফেরায় লোইস ওপেন্দার গোলে। দ্বিতীয়ার্ধে ফ্রান্সের হয়ে আবার ব্যবধান গড়ে দেন কোলো মুয়ানি। পুরো ম্যাচে গোলের জন্য ২০টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে বেলজিয়াম । আর ফ্রান্সের ১৪ শটের ৪টি ছিল লক্ষ্যে। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি। তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স। ৪ পয়েন্ট নিয়ে তিনে বেলজিয়াম। চার ম্যাচেই হেরে তলানিতে ইসরায়েল। এদিন ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের আরেক ম্যাচে ইসরায়েলের বিপক্ষে ৪-১ গোলের অনায়াস জয় পেয়েছে ইতালি।