Game

12 hours ago

India vs Bangladesh: প্রতিপক্ষ সেই বাংলাদেশ, ৬৩২ দিন পেরিয়ে আজ ফের টেস্ট ক্রিকেটে ঋষভ পন্থ

The opponent is Bangladesh, after 632 days, Rishabh Pant is back in Test cricket today
The opponent is Bangladesh, after 632 days, Rishabh Pant is back in Test cricket today

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ৬০০ দিনের বেশি সময় কাটিয়ে ফের ভারতের জার্সি লাল বলের ক্রিকেটে ফিরছেন ঋষভ পন্থ। চিপকে প্রতিপক্ষ বাংলাদেশ। গাড়ি দুর্ঘটনার আগে ২০২২ সালে এই বাংলাদেশের বিরুদ্ধে মীরপুরে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ভারতের এই উইকেট-কিপার। ম্যাচ শুরুর আগে পন্থকে নিয়ে আশাবাদী ভারতের কোচ গৌতম গম্ভীর।

বৃহস্পতিবার সেই স্বপ্নপূরণও হয়ে হয়ে গেল পন্থের। আশ্চর্যের হল, দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার আগে পন্থ যে টিমের বিরুদ্ধে শেষ যে টেস্ট খেলেছিলেন, সেটা বাংলাদেশই ছিল। আবার লালবলের ক্রিকেটে তাঁর প্রত‌্যাবর্তনও হল সেই বাংলাদেশের বিরুদ্ধে। একই ভাবে প্রত্যাবর্তন হল কে এল রাহুলেরও। চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ছিলেন না। সেদিক থেকে দেখতে গেলে তারও প্রত্যাবর্তন হল।

চমকপ্রদভাবে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ৩ পেসার নিয়ে নামছে ভারত। চেন্নাইয়ের মাঠে খানিক মেঘলা আকাশ পেসারদের সহযোগিতা করবে বলেই মনে করা হচ্ছে। সেজন্যই বুমরাহ, সিরাজের পাশাপাশি দলে রয়েছেন আকাশদীপও। দুই স্পিনার হিসাবে খেলছেন জাদেজা এবং অশ্বিন। বাংলাদেশও এদিন নামছে ৩ পেসার নিয়েই। তাঁদের প্রথম একাদশেও রয়েছে দুই স্পিনার অল-রাউন্ডার। এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।

ভারতের প্রথম একাদশ:

রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।

বাংলাদেশের প্রথম একাদশ:

শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাস্কিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।


You might also like!