লন্ডন, ৩০ নভেম্বর : গতরাতে লন্ডনের ক্রোমওয়েল হাসপাতালের সামনে ক্রাচে ভর দিয়ে দাঁড়ানো একটা ছবি ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। লিখেছেন, ‘ছুরির তলায় কাজ সম্পন্ন হয়েছে। এখন থেকে শুরু হয়েছে পুনর্বাসন।’ দীর্ঘদিন ধরেই হাঁটুর চোটে ভুগতে থাকা সম্প্রতি ইংল্যান্ড অধিনায়ক জানিয়েছিলেন, শিগগিরই বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করাবেন। গত রাতে সেটাই সফলভাবে সম্পন্ন হলো। তবে কবে মাঠে ফিরবেন, সেটা তিনি এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চিকিৎসা বিভাগ সিদ্ধান্ত নেবে।