Game

2 months ago

Real Madrid 3-1 Barcelona: বার্সাকে টপকে আবারও শীর্ষে রিয়াল মাদ্রিদ

Real Madrid 3-1 Barcelona
Real Madrid 3-1 Barcelona

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সের্হিও রামোসের আত্মঘাতীর গোলের সুবাদে সেভিয়াকে ১-০ গোলে হারিয়ে লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল বার্সেলোনা। জাভি হার্নান্দেজের দল যে দলকে শীর্ষস্থান থেকে সরিয়ে দিয়েছিল, সেই জিরোনাকে হারিয়ে এবার লিগে শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ।

আজ মন্তিলিভি স্টেডিয়ামে জিরোনাকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। রিয়ালের হয়ে গোল তিনটি করেছেন জোসেলু, অঁরেলিয়ে চুয়ামেনি ও জুড বেলিংহাম। আট ম্যাচের সাতটিতে জিতে রিয়ালের পয়েন্ট এখন ২১। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। আর টানা ছয় জয়ের পর রিয়ালের কাছে হেরে যাওয়া জিরোনা ১৯ পয়েন্ট নিয়ে আছে তিনে।

জিরোনা লা লিগায় সর্বশেষ পয়েন্ট খুইয়েছিল ১২ আগস্ট রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ড্রয়ে। এরপর টানা ৬টি ম্যাচ জিতেছে মিখেলের অধীনে খেলা দলটি। আর রিয়াল মাদ্রিদের সঙ্গে ছিল সপ্তাহ খানেক আগেই আতলেতিকো মাদ্রিদে গিয়ে ৩-১ গোলে হারের স্মৃতি।

তবে রিয়ালের হারের স্মৃতি বা জিরোনার দুরন্ত পথচলার পুরোটাই আজ উল্টে গেছে। ম্যাচের প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এর মধ্যে ১৭ মিনিটে বেলিংহামের ক্রস থেকে বল জালে পাঠান জোসেলু। আর ২২ মিনিটে টনি ক্রুসের কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন চুয়ামেনি।

এগিয়ে থাকা রিয়াল ব্যবধান ৩-০ করে ৭১ মিনিটে। জোসেলুর শট জিরোনা গোলরক্ষক প্রতিহত করলেও বিপদমুক্ত করতে পারেননি। নাগালে বল পেয়ে দারুণভাবে বল জালে পাঠান বেলিংহাম। এটি রিয়ালের হয়ে ৭ ম্যাচে তাঁর অষ্টম গোল।

You might also like!