Game

2 months ago

Chennai Cricket: চেন্নাইয়ের উইকেটে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার একচ্ছত্র প্রাধান্য

Chennai Wicket( Symbolic Picture)
Chennai Wicket( Symbolic Picture)

 

কলকাতা, ১৩ সেপ্টেম্বর: পাকিস্তানের বিরুদ্ধে -০তে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে বাংলাদেশ দল ভারতে আসছে আর কয়েক দিনের মধ্যেই। আগামী ১৯ সেপ্টেম্বর দুটি দেশ চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে প্রথম টেস্টে। সিরিজে হবে দুটি টেস্ট।

তবে এই চিদম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের পারফরম্যান্স মোটেই ভালো নয়। এই মাঠেই ২০০০ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। গত ২৪ বছরে ভারতের মাটিতে বাংলাদেশ টেস্ট খেলেছে মাত্র ৩টি। ম্যাচ তিনটি হয়েছিল হায়দ্রাবাদ, ইন্দোর কলকাতায়। এবং এই তিনটি ম্যাচেই বাংলাদেশ হেরেছিল শোচনীয়ভাবে।

এবারের সফরে প্রথম টেস্ট বাংলাদেশ খেলবে চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে।বাংলাদেশ এই স্টেডিয়ামে ২টি ওয়ানডে ছাড়া আর কোনো ম্যাচ খেলেনি। ১৯৯৮ সালে ত্রিদেশীয় সিরিজে কেনিয়া ২০২৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই দুই ম্যাচেই হেরেছিল তারা

পাকিস্তান থেকে সুখস্মৃতি নিয়ে বাংলাদেশ ফিরলেও চেন্নাইয়ের এই উইকেটে বাংলাদেশ কেমন খেলবে সেটাই দেখার।

ইতিহাস বলছেভয়ঙ্কর স্পিন ফাঁদ পাতা রয়েছে এই চিদম্বরমের উইকেটে। এই ভেন্যুতে স্পিনাররাই ছড়ি ঘোরায়। তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষ ১৫ জনের ১৩ জনই স্পিনার। যার মধ্যে আছেন ভারতের বর্তমান দলের সদস্য রবিচন্দ্রন অশ্বিন রবিন্দ্র জাদেজা। এই মাঠে সাদা পোশাকে ম্যাচে অশ্বিনের শিকার ৩০ উইকেট। আর জাদেজার রয়েছে ম্যাচে ১৫টি উইকেট। আর বাংলাদেশের বিরুদ্ধে এই দুজনই যে ভারতের মূল অস্ত্র হবে এটা বলাই যায়।

তবে রাওয়ালপিন্ডিতে সহায়ক উইকেট না হলেও সাকিব-মিরাজরা বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই চেন্নাইয়ে তাদের ওপরও থাকবে স্পটলাইট। সঙ্গে থাকবে তাইজুল কিংবা নাঈমও।

আর শুধু বোলাররাই নন, ব্যাটসম্যানরাও জানতে চাইবেন চেন্নাই এর পিচ সম্পর্কে পাকিস্তানে এক ধরনের পিচে খেলেছেন মুশফিক-লিটন-মুমিনুলরা। আর ভারতে তাদের প্রথম পরীক্ষাটা দিতে হবে একেবারে ভিন্ন চরিত্রের এক পিচে।

You might also like!