Game

5 months ago

Paris Olympics 2024: মণিকা বাত্রা নিজের চেষ্টায় রাশ ধরে রাখলেন,দলগত টেবিল টেনিসের শেষ আটে ভারতীয় মেয়েরা

Manika Batra and her Indian team went to Quarter Finale by defeating Romania in Table Tennis match
Manika Batra and her Indian team went to Quarter Finale by defeating Romania in Table Tennis match

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়া সত্ত্বেও সিঙ্গলসে এগোতে পারেননি কোয়ার্টারের চেয়ে ৷ দলগত বিভাগে সোমবারে পিছিয়ে পড়া ভারতকে রাশে টেনে তুললেন দেশের প্রথম মহিলা প্য়াডলার হিসেবে শেষ আটে (সিঙ্গেলস) জায়গা করে নিলেন মণিকা বাত্রা ৷ অভিজ্ঞ শাটলারের কাঁধে ভর করেই সোমবার রোমানিয়া নামক দেশকে 3-2 ব্যবধানে হারিয়ে দল হিসেবে শেষ আটে দেশের মহিলা প্য়াডলাররা!   


রোমানিয়ার বিরুদ্ধে শুরুটা এদিন ডাবলসে জয় দিয়েই হয়েছিল ভারতীয় দলের ৷ সৃজা আকুলা এবং অর্চনা কামাথ স্ট্রেট গেমে হারিয়ে দেন ডায়াকনু আডিনা এবং সামারা এলিজাবেথা জুটিকে! সৃজা-অর্চনা জুটির ম্যাচের ফল 11-9, 12-10, 11-7 ৷ তারপর দ্বিতীয় ম্য়াচের সিঙ্গলসে মণিকা বাত্রা মুখোমুখি হন স্কস বার্নাডেটের ৷ রোমানিয়ান প্রতিদ্বন্দ্বীকে ম্যাচে হারিয়ে ভারতকে রাউন্ড অফ 16'র লড়াইয়ে 2-0 এগিয়ে দেন তিনি! বার্নাডেটকে দাঁড়াতেই দেননি অভিজ্ঞ প্য়াডলার ৷ মণিকার ম্য়াচের ফল হয় 11-5, 11-7, 11-7 ৷ ম্য়াচে নিরাপদ ব্যবধান তৈরি করেও হঠাৎই প্রায় আশঙ্কা তৈরি হয় ভারতের জয় নিয়ে  কারণ তৃতীয় ও চতুর্থ ম্য়াচে সিঙ্গলসে হেরে বসেন দুজন তথা সৃজা আকুলা এবং অর্চনা কামাথ! পাঁচটা গেমের ম্য়ারাথন লড়াইয়ে সৃজাকে হারিয়ে রোমানিয়াকে ম্যাচে ফিরিয়ে আনেন সামারা এলিজাবেথা ৷ 3-2 ব্যবধানে ম্য়াচটা জেতেন তিনি ৷ 2-1 এগিয়ে থেকেও সৃজা হেরে যান 8-11, 11-4, 7-11, 11-6, 11-8 স্কোরের ব্যবধানে! সৃজার পর সিঙ্গলসে হারেন অর্চনাও ৷ স্কস বার্নাডেট-এর বিরুদ্ধে 1-3 গেমে ম্যাচ হারেন তিনি ৷ অর্চনার বিপক্ষে ফলাফল হয়ে দাঁড়ায় 11-5, 8-11, 11-7, 11-9 ৷ চতুর্থ ম্যাচের পর সমতায় ফেরে (2-2) রোমানিয়া। সে সমতায় ফিরলে দলকে কোয়ার্টারে নিয়ে যাওয়ার দায়িত্ব পুরোটা এসে পড়ে বাত্রার উপর ৷ তবে চাপের মাথায় লক্ষ্যে স্থির থাকেন তিনি ৷ ডিসাইডারে ডায়াকনু আডিনাকে 11-5, 11-9, 11-9 গেমে হারিয়ে দলকে শেষ আটে নিয়ে যান মণিকা আর এখন সেখানে যুক্তরাষ্ট্র বনাম জার্মান দলের মধ্যে বিজয়ী দলের সাথে খেলবে ভারত!     



You might also like!