করাচি, ১১ জুলাই ঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির জের। নির্বাচন কমিটি থেকে সরিয়ে দেওয়া হল পাকিস্তান ক্রিকেট দলের দুই নির্বাচক ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের শোচনীয় পরাজয়ের জন্য পাকিস্তান ক্রিকেটে এই বড়সড় পরিবর্তন প্রত্যাশিত ছিল। সেই পরিবর্তনের শুরুটাই বোধ হয় শুরু হল নির্বাচক কমিটির দুই সদস্যকে সরিয়ে দিয়ে। রাজ্জাক পুরুষ ও মহিলা দুই দলেরই নির্বাচক ছিলেন, আর ওয়াহাব কেবল পুরুষ দলের নির্বাচক কমিটিতে ছিলেন। পিসিবির এমন সিদ্ধান্ত কোচ, ম্যানেজারের মতামত নিয়ে হয়েছে। পিসিবি জানিয়েছে নির্বাচক কমিটি পুনর্গঠন করে এই পদের নাম ঘোষণা করা হবে।