Game

6 days ago

IPL 2025: নিকোলাস পুরান প্রথম স্থানে, মিচেল মার্শ দ্বিতীয় স্থানে

Nicholas Pooran
Nicholas Pooran

 

কলকাতা, ৯ এপ্রিল : মঙ্গলবার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচে নিকোলাস পুরান তার ভালো পারফরমেন্স ধরে রেখে আইপিএল ২০২৫- এর তৃতীয় ফিফটি করেছেন। পুরান ৩৬ বলে ৮৭ রান করে অরেঞ্জ ক্যাপ স্ট্যান্ডিংয়ে তার শীর্ষস্থান মজবুত করেছেন। তার এলএসজি সতীর্থ মিচেল মার্শও কেকেআরের বিরুদ্ধে অর্ধশত রান করে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।

আইপিএল ২০২৫-এর শীর্ষ রান সংগ্রাহকদের তালিকা :

নিকোলাস পুরান (এলএসজি)) : ৫ ম্যাচে ২৮৮রান

মিচেল মার্শ (এলএসজি) : ৫ ম্যাচে ২৬৫ রান

সূর্যকুমার যাদব (এমআই) : ৫ ম্যাচে ১৯৯ রান

সাই সুধারসন (জিটি) : ৪ ম্যাচে ১৯১ রান

অজিঙ্ক রাহানে (কেকেআর) : ৫ ম্যাচে ১৮৪ রান


You might also like!