লিভারপুল, ২১ এপ্রিল : লেস্টার সিটির মাঠে রবিবার রাতে তাদেরকে ১-০ গোলে হারিয়ে লিভারপুল শিরোপা জয় থেকে আর মাত্র এক জয় দূরে । কাঙ্খিত গোলের দেখা কিছুতেই পাচ্ছিল না লিভারপুল। অবশেষে ৭৬ মিনিটে সেই অপেক্ষা ঘোচালেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। ভার্জিল ফন ডাইক হেডে ব্যর্থ হওয়ার পর সালাহ ও দিয়েগো জটার প্রচেষ্টা পোস্টে বাধা পাওয়ার পর, ডি-বক্সে বাঁদিকে ফাঁকায় বল পেয়ে জোরাল শটে দলকে এগিয়ে দেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। তার দেখানো পথে হেঁটে লিগ শিরোপা পুনরুদ্ধারের দ্বারপ্রান্তে পৌঁছে গেল আর্না স্লটের দল। ৩৩ ম্যাচে ২৪ জয় ও ৭ ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল। আর এই পরাজয়ে দ্বিতীয় স্তরে অবনমন নিশ্চিত হয়ে গেল লেস্টার সিটির, ১৮ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে প্রাক্তন চ্যাম্পিয়নরা।