Game

2 months ago

Ishant Sharma:খেলেছেন একশোর বেশি টেস্ট, জন্মদিনে ভারতের অন্যতম সেরা পেসার ঈশান্ত শর্মা

Ishant Sharma
Ishant Sharma

 

কলকাতা, ২ সেপ্টেম্বর : আজকের দিন ভারতের অন্যতম সেরা পেসার ঈশান্ত শর্মার জন্মদিন। ভারতের যে ১১ জন ক্রিকেটার একশোর বেশি টেস্ট খেলেছেন তাদের মধ্যে রয়েছেন মাত্র দু-জন পেসার। একজন হলেন কপিল দেব (১৩১) আর অন্যজন হলেন ইশান্ত শর্মা (১০৫)। ২০০৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট অভিষেক ইশান্তের। মুনাফ প্যাটেলের চোট তাকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে ঈশান্তের প্রথম শিকার মাশরাফি মোর্তাজা। ওই একটি উইকেটই নিয়েছিলেন ঈশান্ত অভিষেক টেস্টে।

ক্রিকেট কেরিয়ারে ১০৫ টেস্টে নিয়েছেন ৩১১ উইকেট। টেস্টে সেরা বোলিং পারফরম্যান্স লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭-৭৪। ওয়ান ডে খেলেছেন ৮০ টি। উইকেট ১১৫। আন্তর্জাতিক টি ২০ তে ১৪ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। ভারত শেষ বার ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। সেই চ্যাম্পিয়নশিপ ট্রফিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইশান্ত। ২০২০ সালে ক্রিকেটে তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার জন্য ভারত সরকার তাকে অর্জুন পুরস্কারে ভূষিত করেছে।

You might also like!