দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও মাত্র দু'টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ঈশান কিশন। টুর্নামেন্ট শেষ হওয়ার এক সপ্তাহ পরে নিজেকে প্রমাণের সুযোগ না পাওয়ার হতাশা উগড়ে দিলেন তিনি। জানালেন, সুযোগ পেলে ভালোই খেলতেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে দলে আছেন ঈশান। ভালোই ফর্মে আছেন তিনি৷ দু'ম্যাচে করেছেন ১১০ রান। তবে ক্রিকেটের সর্বোচ্চ প্রতিযোগিতায় সুযোগ না পাওয়ার হতাশা এখন রয়েছে।
কোচ রাহুল দ্রাবিড় বা অধিনায়ক রোহিত শর্মার নাম করেননি ঈশান। তিনি বলেছেন, "যে কোনও ক্রিকেটারের কাছে খিদেটাই আসল। বিশ্বকাপে আমরা চ্যাম্পিয়ন দলের মতোই খেলেছি। কিন্তু সেখানে আমি ছিলাম না। সুযোগ না পেয়ে খুব খারাপ লাগছিল। কিন্তু কিছু করার ছিল না।" ঈশানের কথায়, "আন্তর্জাতিক ক্রিকেটে আপনি খেলতে না পারলেও মানসিক ভাবে সব সময় তরতাজা থাকতে হবে। সুযোগ পেলেই সেটাকে ব্যবহার করতে হবে।"
আপাতত ঈশানের পাখির চোখ টি২০ বিশ্বকাপ। সেই দলে তাঁর সুযোগ পাওয়া কার্যত নিশ্চিত। সেখানে দারুণ পারফর্ম করে তাক লাগিয়ে দিতে চান তিনি।