Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Game

1 year ago

English Premier League:ইংলিশ প্রিমিয়ার লিগ: ওয়েস্ট হ্যামের কাছে হেরে লিগ টেবিলে অবনমন ম্যানচেস্টার ইউনাইটেডের

Manchester United drop in league table after defeat to West Ham
Manchester United drop in league table after defeat to West Ham

 

ম্যানচেস্টার, ২৮ অক্টোবর : ওয়েস্ট হ্যামের মাঠে রবিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে হেরেছে এরিক টেন হাগের দল ম্যানচেস্টার ইউনাইটেড। সামারভিলের গোলে ইউনাইটেড পিছিয়ে পড়ার পর সমতা টানেন কাসেমিরো। যোগ করা সময়ের পেনাল্টি গোলে ব্যবধান গড়ে দেন জ্যারড বোয়েন।

প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে শুরুতেও আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা মিলছিল না। উল্টে ৭৪ মিনিটে ওয়েস্ট হ্যাম দারুন এক আক্রমণে গিয়ে বক্সের বাইরে থেকে ড্যানি ইঙ্গসের পাশ থেকে জালে বল পাঠান ডাচ ফরোয়ার্ড সামারভিল। পিছিয়ে পড়ার সাত মিনিটের মাথায় জালের দেখা পায় ম্যান ইউনাইটেড। সতীর্থের হেড থেকে গোলমুখে বল পেয়ে হেডেই গোলটি করেন কাসেমিরো।নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ইউনাইটেডের বক্সে তাদের ডিফেন্ডার মাটাইস ডি লিখট ওয়েস্টহ্যমের ইঙ্গসকে ফাউল করলে পেনাল্টির পায় ওয়েস্টহ্যম। সফল স্পট কিকে জয়সূচক গোলটি করেন বোয়েন।লিগে ৯ ম্যাচে ইউনাইটেড হারল চারটি ম্যাচ। তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমে গেছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে ১৩ নম্বরে উঠেছে ওয়েস্ট হ্যাম।

You might also like!