Game

1 hour ago

Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ, রোমাঞ্চকর লড়াইয়ে আর্সেনালের ড্র

Premier League, Sunderland held Arsenal
Premier League, Sunderland held Arsenal

 

লন্ডন, ৯ নভেম্বর : সান্ডারল্যান্ডের মাঠে শনিবার আর্সেনাল ও সান্ডারল্যান্ড ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। চলতি মরসুমে এই নিয়ে তৃতীয়বার পয়েন্ট হারাল আর্সেনাল। ড্যানি ব্যালার্ডের গোলে আর্সেনাল পিছিয়ে পড়ার পর সমতা টানেন বুকায়ো সাকা। পরে চমৎকার এক গোলে সফরকারীদের জয়ের সম্ভাবনা জাগান লিয়ান্দ্রো ত্রোসার। তবে শেষ সময়ে সব হিসাব পাল্টে দেন ব্রায়ান ব্রবি। সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচ পর গোল হজম করল আর্সেনাল। প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল। আর সান্ডারল্যান্ড ছয়টি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে, দুটিতেই গোল করে তারা। ১১ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। সিটির সমান ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সান্ডারল্যান্ড। তারা অবশ্য ১১ ম্যাচ খেলেছে।

You might also like!