লন্ডন, ১৫ সেপ্টেম্বর : হলুদ কার্ডের রেকর্ডের ম্যাচে বোর্নমাউথকে হারিয়ে জয় পেল চেলসি। ঘরের মাঠে সফরকারী চেলসির বিরুদ্ধে দাপট দেখিয়ে পেনাল্টি মিস করে হারের মুখ দেখলো বোর্নমাউথ। দ্বিতীয়ার্ধে চেলসির বদলি খেলোয়াড় হিসেবে নেমে জেডন সাঞ্চো হয়ে গেলেন জয়ের নায়ক। কারণ তার পাশ থেকেই গোল করেন এনকুনকু। এটাই ছিল সাঞ্চোর অভিষেক ম্যাচ। তবে সাঞ্চোকে ছাপিয়ে ম্যাচের নায়ক কিন্তু রেফারি অ্যান্থনি টেইলর।কারন একের পর এক হলুদ কার্ড দেখিয়ে তিনি গড়েছেন রেকর্ড। শনিবার রাতে ভাইটালিটি স্টেডিয়ামে স্বাগতিক বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন এনকুনকু। টেইলর এই ম্যাচে দুই দল মিলিয়ে ১৪ জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়েছেন। চেলসির ৮ জন এবং বোর্নমাউথের ৬ জন হলুদ কার্ড দেখেছেন। প্রিমিয়ার লিগে এক ম্যাচে এটাই সর্বোচ্চ হলুদ কার্ড দেখানোর রেকর্ড। এই জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে উঠেছে চেলসি। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে বোর্নমাউথ।