Game

2 months ago

Brazilian swimmer Ana Carolina : নিয়ম ভেঙে প্রেমিকের সঙ্গে আইফেল টাওয়ারে, অলিম্পিকে নিষিদ্ধ ব্রাজিলিয়ান সাঁতারু!

Brazilian swimmer Ana Carolina (symbolic picture)
Brazilian swimmer Ana Carolina (symbolic picture)

 

প্যারিস, ৩১ জুলাই : নিয়ম ভেঙে প্রেমিকের সঙ্গে বেড়াতে যাওয়াই কাল হলো ব্রাজিলিয়ান সাঁতারু আনা ক্যারোলিনার। 'সেইফ স্পোর্টস গাইড’ লঙ্ঘন করে আইফেল টাওয়ারে প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন আনা ক্যারোলিনা। কিন্তু পরে কর্তৃপক্ষের সামনে নিজের অপরাধ স্বীকার না করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার জন্য তাকে দেশে পাঠিয়ে দিয়েছে ব্রাজিলের অলিম্পিক কর্তৃপক্ষ।

গত ২০১৮ সালের সামার ইয়্যুথ অলিম্পিকে চমক দেখিয়ে আনা ক্যারোলিনা নিজের প্রতিভার জানান দিয়ে দেশকে এনে দিয়েছিলেন জোড়া রৌপ্য পদক। এরপর ২০২০ সালে টোকিও অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেও বড়দের প্রতিযোগিতায় প্রত্যাশিত ফল করতে পারেননি ১৮ বছর বয়সী ক্যারোলিনা। চার বছর পর আবার তিনি দেশের হয়ে প্যারিসে এসেছিলেন। এবার তিনি অনেকটা অভিজ্ঞ ছিলেন। কিন্তু প্যারিসে এসে প্রেম ভালবাসায় জড়িয়ে পড়ে নিষিদ্ধ হয়ে প্রতিযোগিতায় আর অংশ নিতে পারেননি। ফিরে যেতে হয়েছে দেশে |


You might also like!