Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Country

11 months ago

Weather Forecast: এখনই নিস্তার নেই, কেরল-সহ দক্ষিণ ভারতে আপাতত চলবে বৃষ্টিপাত

Weather Forecast
Weather Forecast

 

নয়াদিল্লি, ২২ অক্টোবর : দক্ষিণ ভারতে আপাতত বৃষ্টিপাত বজায় থাকবে। কেরল, তামিলনাড়ু, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে আইএমডি জানিয়েছে, ২৩ অক্টোবর কেরল, তামিলনাড়ু, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, ওডিশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ওই দিনই অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয় এবং মণিপুর, মিজোরাম, মণিপুর ও ত্রিপুরায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিন ২৪ অক্টোবর ওডিশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ উপকূল, অসম ও মেঘালয় এবং মণিপুর, মিজোরাম, মণিপুর ও ত্রিপুরায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ তারিখও ওডিশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পাশাপাশি অন্ধ্রপ্রদেশ উপকূল, অসম ও মেঘালয় এবং মণিপুর, মিজোরাম, মণিপুর ও ত্রিপুরায় বৃষ্টির প্রত্যাশিত। ২৬ অক্টোবর শুধুমাত্র ওডিশায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!