Game

1 month ago

English Premier League:ইংলিশ প্রিমিয়ার লিগ : শেষ মুহূর্তের গোলে উলভারহ্যাম্পটনকে হারাল সিটি

City beat Wolverhampton with a last-minute goal
City beat Wolverhampton with a last-minute goal

 

ম্যানচেস্টার, ২১ অক্টোবর : অবনমন অঞ্চলের দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতলো ম্যানচেস্টার সিটি। আর এই জয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে উঠেছে পেপ গুয়ার্দিওলার দল।

ম্যাচটা ধরেই নেওয়া হয়েছিল অমীমাংসিত ভাবে থাকছে। কিন্তু শেষের বাঁশি বাজতে তখন আর কয়েক সেকেন্ড বাকি, তখন কর্নার পায় ম্যানচেস্টার সিটি। সেই কর্নার ম্যানচেস্টার সিটিকে এনে দিল পুরো পয়েন্ট। কর্নার থেকে উড়ে আসা বল লাফিয়ে হেডে জালে পাঠালেন জন স্টোন্স। উল্লাসে ফেটে পড়ল ম্যানচেস্টার সিটি।

চলতি মরসুমে ম্যানচেস্টার সিটিকে প্রায় ম্যাচেই প্রথমে গোল খেতে দেখা যাচ্ছে। এদিন নিয়ে পাঁচ বার সিটি প্রথমে গোল খেল। এদিন সপ্তম মিনিটে উলভসের ইয়োর্গেন স্ত্রান্দ লার্শেনের গোলে পিছিয়ে পড়ে সিটি। এর পরেই তারা রক্ষণাত্মক হয়ে পড়ে। উলভসের সেই বাধা টপকে ৩৩ মিনিটে সমতা টানেন সিটির ক্রোয়াট ডিফেন্ডার ইয়োশকো ভার্দিওল। প্রিমিয়ার লিগে এবছর এটি তাঁর ষষ্ঠ গোল, যা ডিফেন্ডারদের মধ্যে সর্বোচ্চ। আর শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে আরেক ডিফেন্ডার স্টোন্সের গোল জয়ের আনন্দে ভাসিয়ে দেয় ম্যানচেস্টার সিটিকে। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল সিটি, দুইয়ে নেমে গেল লিভারপুল। এই মুহূর্তে ৮ ম্যাচে সিটির পয়েন্ট ২০, লিভারপুলের ১৮।

You might also like!