Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

Game

3 years ago

Asia Cup schedule announced: ঘোষিত সূচি, ১৫তম এশিয়া কাপ শুরু ২৭ আগস্ট থেকে

Asia Cup schedule announced
Asia Cup schedule announced

 

নয়াদিল্লি, ২ আগস্ট : ঘোষিত হল এশিয়া কাপের সূচি । ১৫তম এশিয়া কাপ শুরু ২৭ আগস্ট থেকে । ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। এ বছর শ্রীলঙ্কাতে এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও সে দেশের রাজনৈতিক অবস্থার কারণে প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আরব আমিরশাহিতে।এ বারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ২৮ আগস্ট।

মঙ্গলবার বিসিসিআইয়ের সচিব জয় শাহ বলেন, 'প্রতীক্ষার অবসান। এশিয়ার সেরা কে, সে যুদ্ধ শুরু হবে ২৭ আগস্ট। গুরুত্বপূর্ণ ফাইনাল আগামী ১১ সেপ্টেম্বর হবে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উপযুক্ত প্রস্তুতির মাধ্যম হয়ে উঠবে পঞ্চদশ এশিয়া কাপ।'

এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। ২৮ আগস্ট দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত এবং পাকিস্তান। গ্রুপ এ-তে রয়েছে এই দুই দল। সেই গ্রুপে আরও একটি দল আসবে যোগ্যতা অর্জন করে। সেই দলের সঙ্গে ভারতের ম্যাচ ৩১ আগস্ট। ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। এশিয়া কাপের সব ম্যাচ হবে দুবাই এবং শারজাহতে। গ্রুপ পর্বে ভারতের দু’টি ম্যাচই হবে দুবাইতে। ফাইনালও দুবাইয়ে। এ বারের এশিয়া কাপে টি-টোয়েন্টি ক্রিকেট খেলা হবে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকার কারণে। ১৫তম এশিয়া কাপ প্রতিযোগিতাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছে দলগুলি। অস্ট্রেলিয়াতে হবে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি: 

শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান: ২৭ আগস্ট (শনিবার), গ্রুপ বি, দুবাই।
ভারত বনাম পাকিস্তান: ২৮ আগস্ট (রবিবার), গ্রুপ এ দুবাই।
বাংলাদেশ বনাম আফগানিস্তান: ৩০ আগস্ট (মঙ্গলবার), গ্রুপ বি, শারজা।
ভারত বনাম কোয়ালিফায়ার: ৩১ আগস্ট (বুধবার), গ্রুপ এ, দুবাই।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), গ্রুপ বি, দুবাই।
পাকিস্তান বনাম কোয়ালিফায়ার: ২ সেপ্টেম্বর (শুক্রবার), গ্রুপ এ, শারজা।
বি১ বনাম বি২: ৩ সেপ্টেম্বর (শনিবার), সুপার ৪, শারজা।
এ১ বনাম এ২: ৪ সেপ্টেম্বর (রবিবার), সুপার ৪, দুবাই।
এ১ বনাম বি১: ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার), সুপার ৪, দুবাই।
এ২ বনাম বি২: ৭ সেপ্টেম্বর (বুধবার), সুপার ৪, দুবাই।
এ১ বনাম বি২: ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), সুপার ৪, দুবাই।
বি১ বনাম এ২: ৯ সেপ্টেম্বর (শুক্রবার), সুপার ৪, দুবাই।
ফাইনাল: ১১ সেপ্টেম্বর (রবিবার) সুপার ৪-র প্রথম বনাম সুপার ৪-র দ্বিতীয়, দুবাই।

You might also like!