Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

Game

3 years ago

Asia Cup schedule announced: ঘোষিত সূচি, ১৫তম এশিয়া কাপ শুরু ২৭ আগস্ট থেকে

Asia Cup schedule announced
Asia Cup schedule announced

 

নয়াদিল্লি, ২ আগস্ট : ঘোষিত হল এশিয়া কাপের সূচি । ১৫তম এশিয়া কাপ শুরু ২৭ আগস্ট থেকে । ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। এ বছর শ্রীলঙ্কাতে এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও সে দেশের রাজনৈতিক অবস্থার কারণে প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আরব আমিরশাহিতে।এ বারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ২৮ আগস্ট।

মঙ্গলবার বিসিসিআইয়ের সচিব জয় শাহ বলেন, 'প্রতীক্ষার অবসান। এশিয়ার সেরা কে, সে যুদ্ধ শুরু হবে ২৭ আগস্ট। গুরুত্বপূর্ণ ফাইনাল আগামী ১১ সেপ্টেম্বর হবে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উপযুক্ত প্রস্তুতির মাধ্যম হয়ে উঠবে পঞ্চদশ এশিয়া কাপ।'

এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। ২৮ আগস্ট দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত এবং পাকিস্তান। গ্রুপ এ-তে রয়েছে এই দুই দল। সেই গ্রুপে আরও একটি দল আসবে যোগ্যতা অর্জন করে। সেই দলের সঙ্গে ভারতের ম্যাচ ৩১ আগস্ট। ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। এশিয়া কাপের সব ম্যাচ হবে দুবাই এবং শারজাহতে। গ্রুপ পর্বে ভারতের দু’টি ম্যাচই হবে দুবাইতে। ফাইনালও দুবাইয়ে। এ বারের এশিয়া কাপে টি-টোয়েন্টি ক্রিকেট খেলা হবে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকার কারণে। ১৫তম এশিয়া কাপ প্রতিযোগিতাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছে দলগুলি। অস্ট্রেলিয়াতে হবে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি: 

শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান: ২৭ আগস্ট (শনিবার), গ্রুপ বি, দুবাই।
ভারত বনাম পাকিস্তান: ২৮ আগস্ট (রবিবার), গ্রুপ এ দুবাই।
বাংলাদেশ বনাম আফগানিস্তান: ৩০ আগস্ট (মঙ্গলবার), গ্রুপ বি, শারজা।
ভারত বনাম কোয়ালিফায়ার: ৩১ আগস্ট (বুধবার), গ্রুপ এ, দুবাই।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), গ্রুপ বি, দুবাই।
পাকিস্তান বনাম কোয়ালিফায়ার: ২ সেপ্টেম্বর (শুক্রবার), গ্রুপ এ, শারজা।
বি১ বনাম বি২: ৩ সেপ্টেম্বর (শনিবার), সুপার ৪, শারজা।
এ১ বনাম এ২: ৪ সেপ্টেম্বর (রবিবার), সুপার ৪, দুবাই।
এ১ বনাম বি১: ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার), সুপার ৪, দুবাই।
এ২ বনাম বি২: ৭ সেপ্টেম্বর (বুধবার), সুপার ৪, দুবাই।
এ১ বনাম বি২: ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), সুপার ৪, দুবাই।
বি১ বনাম এ২: ৯ সেপ্টেম্বর (শুক্রবার), সুপার ৪, দুবাই।
ফাইনাল: ১১ সেপ্টেম্বর (রবিবার) সুপার ৪-র প্রথম বনাম সুপার ৪-র দ্বিতীয়, দুবাই।

You might also like!