Game

3 weeks ago

Hardik Pandya : জিততেই 'ভোলবদল' মুম্বই ড্রেসিংরুমে, অক্সিজেন পেল হার্দিকের আত্মবিশ্বাস

After winning 'Bholbadal' in the Mumbai dressing room, Hardik's confidence got oxygen
After winning 'Bholbadal' in the Mumbai dressing room, Hardik's confidence got oxygen

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমের পরিবেশ একেবারে ঠিকঠাক রয়েছে। অন্তত এমন কথাই জানালেন দলের নয়া অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এই কথা শোনার পর মুম্বইয়ের সমর্থকরা তাঁকে হয়ত কিছুটা হলেও কম ট্রোলিং করবেন। কারণ হার্দিকের এই মন্তব্যের পর একটা বিষয় আপাতভাবে স্পষ্ট হয়ে গিয়েছে যে ড্রেসিংরুমে হার্দিক দলের বাকী সতীর্থদের কাছে নিজের জায়গাটা পাকা করতে চাইছেন। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ জয়ের পরই হার্দিক এই মন্তব্য করেছেন।

রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এসেছে এই জয়। মুম্বই এই ম্যাচে দিল্লিকে ২৯ রানে পরাস্ত করেছে। টিম মুম্বই এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২৩৪ রান করেছিল। রোমারিও শেফার্ড মুম্বইয়ের হয়ে ১০ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। আর এই ইনিংসের জন্যই তাঁকে ম্যাচের সেরা নির্বাচন করা হয়। ম্যাচের শেষে হার্দিক পান্ডিয়া রোমারিওর যথেষ্ট প্রশংসা করলেন। তারপরই তিনি ড্রেসিংরুমের প্রসঙ্গটি উত্থাপন করেন।

হার্দিক বললেন, 'আমরা কঠোর অনুশীলন করেছিল। আমরা যে জিততে পারি, এটা সবার আগে আমাদের মাথায় ঢোকাতে হয়েছিল। আমরা হয়ত এই দলে দু'একটা কৌশলগত পরিবর্তন করতে পারি। কিন্তু, আমাদের ১২ জনের দল মোটামুটি একই থাকবে। এবার এই জয়ের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের কর্তব্য হবে। ড্রেসিংরুমেও বন্ধুত্বের পরিবেশ রয়েছে। দলের প্রত্যেক ক্রিকেটারই একে অপরকে ব্যাক করার চেষ্টা করছেন। নিজেদের উপর বিশ্বাস ধরে রাখছেন। সকলেই একথা মনে করেন যে আমাদের শুধুমাত্র একটা জয়ই দরকার ছিল।'

রোহিত শর্মা এবং ঈশান কিষানের ওপেনিং জুটি সম্পর্কেও মুখ খুলেছেন হার্দিক। তিনি বললেন, 'আজকের ম্যাচে শুরুটা এককথায় অসাধারণ হয়েছিল। মাত্র ৬ ওভারে আমরা প্রায় ৭০ রান করে ফেলেছিলাম। যেভাবে প্রত্যেকেই নিজেদের সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করছে, সেটা দেখে খুবই ভালো লাগছে।'

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দিল্লির বিরুদ্ধে টস হেরে হার্দিক পান্ডিয়ার দলকে প্রথমে ব্যাট করতে নামে। মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রোহিত শর্মা এবং ঈশান কিষান শুরু থেকেই বিপক্ষের বোলারদের পেটাতে শুরু করেন। প্রথম উইকেটে তাঁরা দুজনে ৮০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। রোহিত ৪৯ রান করে আউট হন। এরপর সূর্যকুমার যাদব মাঠে নামলেও তিনি রানের খাতা খুলতে পারেননি।

ইতিমধ্যে সেট ব্যাটার ঈশান কিষানও ৪২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তিলক বর্মা মাত্র ৬ রান করেন। হার্দিক পান্ডিয়া ৩৩ বলে করেন ৩৯ রান। কিন্তু, তারপর টিম ডেভিড এবং রোমিরিও শেফার্ড দিল্লির বোলারদের দুরমুশ করতে শুরু করেন। ডেভিড করেন ২১ বলে৪৫ এবং রোমারিও ১০ বলে ৩৯ রান করেন।

জবাবে শুরুতেই ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। পৃথ্বী শ এবং অভিষেক পোড়েল দিল্লির ক্যাপিটালসের হয়ে লড়াই শুরু করেছিলেন। পৃথ্বী ৬৬ রানে এবং পোড়েল ৪১ রান করে আউট হয়ে যান। এছাড়া ত্রিস্তান স্টাবস ২৫ বলে ৭১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া দিল্লির আর কোনও ব্যাটার সেভাবে জ্বলে উঠতে পারেননি। শেষপর্যন্ত দিল্লিকে ২৯ রানে এই ম্যাচটি হারতে হয়। দিল্লি এখনও পর্যন্ত পাঁচটা ম্যাচের মধ্যে একটাতেই জয়লাভ করেছে।

You might also like!