Festival and celebrations

1 year ago

Durga Puja 2023 : অনুমোদনহীন পুজোগুলির বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসনঃহাইকোর্ট

HC taking action against unauthorized puja (Symbolic Picture)
HC taking action against unauthorized puja (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হিন্দু সেবা দল নামে একটি সংগঠন, সিআইটি রোড রাম লীলা ময়দানে প্রথমবার দুর্গা পুজো করতে চায়। অনুমতি দেয়নি পুলিশ। যা নিয়ে হাই কোর্টে মামলা হয়। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্য জানায়, ২০০৪ সালের হাই কোর্টের দেওয়া গাইড লাইন অনুযায়ী কোনও নতুন পুজোর অনুমতি দেওয়া যাবে না। রাজ্যের বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা পুজোর অনুমতি সংক্রান্ত আবেদন খারিজ করে দেয়। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা যায়।

আদালতে মামলাকারী সংগঠনের তরফে আইনজীবী সূর্যনীল দাসের দাবি, রাজ্যে অন্য নতুন পুজোর অনুমতি দিলেও তাদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে না। কিন্তু রাজ্যের দাবি, ওই নতুন পুজোগুলির অনুমতি নেই। তা শুনে প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চের মন্তব্য, “অনুমতি না থাকলে কী করে পুজো হচ্ছে? পুলিশ কেন বন্ধ করছে না? যখন জানাই আছে, এইগুলো বেআইনি পুজো।”

এর পরই আদালতের নির্দেশ, আবেদনকারীদের বিষয়টি ৪৮ ঘণ্টার মধ্যে বিবেচনা করতে হবে পুলিশ ও পুরসভাকে। এ বছর যদি একটিও নতুন পুজোর অনুমতি দেওয়া হয়ে থাকে তাহলে এদেরও অনুমতি দিতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

You might also like!